Bengali Serial: ‘খুকুমণি…’র ভাগ্যে আচমকাই ঝড়, হঠাৎ আসা নোটিসে বন্ধ হচ্ছে ধারাবাহিক!
Bengali Serial: কেন এই হঠাৎ সিদ্ধান্ত, তাও কিছুতেই বুঝতে উঠতে পারছে না গোটা টিম। প্রযোজক-চ্যানেলের ঝামেলা নাকি কম টিআরপি-- নেপথ্যে কারণ কী?
খবরটা যেন এখনও বিশ্বাসই করতে পারছে গোটা টিম। জলসা পরিবার অ্যাওয়ার্ড মাতিয়ে আসার পরেই আচমকাই শিয়রে শমন। হঠাৎ একটা মৌখিক নোটিস, আর তাতেই খুকুমণী হোম ডেলিভারি বন্ধ হওয়ার ঘোষণা! গোটা ব্যাপারটা যেন কিছুতেই হজম হচ্ছে না কলাকুশলী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের। সংবাদমাধ্যমে তাঁরা মুখ খুলতে নারাজ। তবে হঠাৎই এই ঘোষণায় যেন কার্যতই দিশেহারা তাঁরা।
কেন এই হঠাৎ সিদ্ধান্ত, তাও কিছুতেই বুঝতে উঠতে পারছে না গোটা টিম। প্রযোজক-চ্যানেলের ঝামেলা নাকি কম টিআরপি– নেপথ্যে কারণ কী? টিআরপি চার্ট বলছে, বিগত বেশ কিছু সপ্তাহ ধরে খারাপ ফল করেছে ধারাবাহিকটি। তবে তার চেয়েও খারাপ ফল করেছে বেশ কিছু ধারাবাহিক। সেগুলি বন্ধ না হয়ে কেন এই ধারাবাহিকই চ্যানেলের কোপে এ প্রশ্নেই এখন তোলপাড় গোটা সেটে। অথচ গত বছর জলসায় যখন ভাঁটা চলছে তখন নাবিকের ভূমিকায় হাজির হয়ে হাল ধরেছিল এই ধারাবাহিকটিই। বেশ কিছু সপ্তাহ ছিল টিআরপি তালিকার একেবারে প্রথম দিকে। কিন্তু ওই যে, কবি বলেছেন, ‘চিরদিন কাহারও সমান নাহি যায়’।
ধারাবাহিকের স্লট বলছে এই মুহূর্তে বিহান ওরফে রাহুল ভর্তি হয়েছে স্কুলে। এখনও মানসিক ভাবে সে সুস্থই হয়নি। অর্থাৎ গল্পের শেষ বাকি অনেকটাই। এরকম জায়গায় কীভাবে শেষ হবে ধারাবাহিকটি সে বিষয়েও উঠেছে প্রশ্ন। ওদিকে ভক্তরাও বেশ মনঃক্ষুণ্ণ। হঠাৎ এভাবে শেষ হয়ে যাওয়া কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তাঁরা। প্রযোজনা সংস্থার কাছে তাঁদের একটাই অনুরোধ — এভাবে যেন শেষ করে না দেওয়া হয় ধারাবাহিকটি। এত আবদারে কি শেষ মুহূর্তে চিঁড়ে ভিজবে? ইতিবাচক উত্তরের আশায় ভক্তরা।