TRP: ‘গাঁটছড়া’-‘মিঠাই’য়ের একচেটিয়া রাজত্বে নয়া ত্রাস ‘গৌরী এলো’, পেল রেকর্ড নম্বর!
TRP: ' গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও প্রথম হয়েছে মিঠাই। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৬। দ্বিতীয় স্থানে রয়েছে গাঁটছড়া। এই নিয়ে পর পর দুই সপ্তাহ ওই ধারাবাহিক রাখতে পারল না প্রথম স্থান।
টিআরপি তালিকায় কখন কী হয় বলা মুশকিল। গত সপ্তাহতেই মিঠাইয়ের কামব্যাক ঘটেছে। গাঁটছড়া পিছিয়ে চলে এসেছে দুই নম্বরে। এবার আবার অন্য খেল। মিঠাই ও গাঁটছড়ার রাজত্বে নয়া ত্রাস ‘গৌরী এলো’। টিআরপি তালিকায় উঠে এল একেবারে দুইয়ে। নেমে পড়ল হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায়। এই সপ্তাহের টিআরপি তালিকা দেখলে একেবারে চমকে যাবেন। কে কত নম্বর পেল এক ঝলকে দেখে নিন…
গত সপ্তাহের মতো এই সপ্তাহতেও প্রথম হয়েছে মিঠাই। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৬। দ্বিতীয় স্থানে রয়েছে গাঁটছড়া। এই নিয়ে পর পর দুই সপ্তাহ ওই ধারাবাহিক রাখতে পারল না প্রথম স্থান। তবে এর চেয়েও আকর্ষণীয় ঘটনা হল বিগত সপ্তাহের পাঁচ নম্বরে থাকা গৌরী এল সবাইকে চমকে দিয়ে উঠে এল দুই নম্বরে। ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বরও ৮.৪। সদ্য শুরু হয়েছে ওই ধারাবাহিক। কিন্তু শুরুতেই টিআরপির একেবারে দ্বিতীয় স্থানে উঠে আসা যে নিঃসন্দেহে নয়া ত্রাস তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।
অনুরাগের ছোঁয়া এতদিন ছিল তৃতীয় নম্বরে। এই সপ্তাহতেও তার রকমফের হল না। ওই ধারাবাহিক পেয়েছে ৭.৯। তবে নম্বর কমেছে অনেকটাই। গত সপ্তাহে ওই ধারাবাহিক পেয়েছে ৮.৫। অন্যদিকে জি বাংলার ধারাবাহিক উমা রয়েছে চতুর্থ স্থানে। সে পেয়েছে ৭.৬ নম্বর। বেশ খানিকটা পিছিয়েছে মনফাগুন। তবে ধুলোকণা রয়েছে ষষ্ঠ স্থানে। পেয়েছে ৭.৪ নম্বর। পিলু রয়েছে সপ্তম স্থানে। তার প্রাপ্ত নম্বর ৭.২। তবে এ সপ্তাহেও বেশ পিছিয়ে গুড্ডি ও গোধূলি আলাপ।
প্রতি সপ্তাহে দর্শকের হাতেই নির্ধারিত হয় ধারাবাহিকের ভাগ্য। এই সপ্তাহেও যেমন উল্টে গিয়েছে সমস্ত ছক। মিঠাই এগিয়ে গিয়েছে, পিছিয়ে গিয়েছে গাঁটছড়া। আগামী সপ্তাহেও কি একই ফলাফল বজায় রাখতে পারবে মিঠাই। ‘গোপাল ঠাকুর’-এর কাছে এই প্রার্থনাই করছেন মিঠাই ভক্তরা। তবে এরই মধ্যে গৌরী এল-র উত্থান ও ভাবাচ্ছে তাঁদের। সব মিলিয়ে টিআরপি ঘিরে উন্মাদনা বেড়েই চলেছে।
আরও পড়ুন- চৈত্রের শেষবেলায় গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া, শুরু হল নতুন অধ্যায়