Raju Srivastava: মস্তিষ্ক সাড়া দিচ্ছে না রাজুর, কলকাতা থেকে আনা হচ্ছে নামজাদা নিউরোলজিস্টকে

Raju Srivastava: বুধবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। আচমকাই উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে তাঁর রক্তচাপ। মস্তিষ্ক প্রায় কাজ করছেন না।

Raju Srivastava: মস্তিষ্ক সাড়া দিচ্ছে না রাজুর, কলকাতা থেকে আনা হচ্ছে নামজাদা নিউরোলজিস্টকে
রাজু শ্রীবাস্তব।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 9:00 AM

রাজধানী শহরের নামজাদা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বুধবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। আচমকাই উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে তাঁর রক্তচাপ। মস্তিষ্ক প্রায় কাজ করছেন না। হাসপাতাল সূত্র খবর, বুধবার রাত্রের পর থেকে বৃহস্পতিবার উল্লেখযোগ্য কোনও অবনতি না হলেও অবস্থা বেশ খারাপ। এমতাবস্থায় শেষ চেষ্টার জন্য দিল্লিতে নিয়ে আসা হয়ে বিখ্যাত নিউরোলজিস্ট পদ্মা শ্রীবাস্তবকে। যিনি এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। টাইমস অব ইন্ডিয়াকে এমনটাই জানিয়েছেন রাজুর ভাইপো কুশল।

সংবাদমাধ্যমকে ধরা গলায় তিনি বলেন, “মিরাকেলের আশায় রয়েছি আমরা। হ্যাঁ ডাক্তার পদ্মা শ্রীবাস্তব কলকাতা থেকে দিল্লি আসছেন। রাজু শ্রীবাস্তবের অবস্থা বেশ সংকটজনক।” রাজু শ্রীবাস্তবের পরিবারের থাকার জন্য ইতিমধ্যেই হাসপাতালের অন্দরেই একটি ঘর বুক করে রাখা হয়েছে। তাঁর ভাইপো আরও জানিয়েছেন রাজুর চিকিৎসা সুষ্ঠুভাবে যাতে হয় তা নজরে রাখার জন্য প্রাক্তন স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রী হর্ষবর্ধন র নিজে ওই হাসপাতালের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন। চেষ্টার ত্রুটি রাখা হচ্ছে না হাসপাতালের তরফে।

গত শুক্রবার সন্ধেবেলা আচমকাই গুজব রটে প্রয়াত হয়েছেন রাজু। যদিও এই গুজবকে ফুৎকারে উড়িয়ে ওই দিনই রাত্রিবেলায় তাঁর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। তাতে লেখা হয়, “সবাইকে জানান হচ্ছে রাজু শ্রীবাস্তবের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে দেখছেন। নিজেদের সবটুকু দিয়ে তাঁরা চেষ্টা করছেন। রাজুর শুভাকাঙ্ক্ষীরদের অনেক অনেক ধন্যবাদ। যে সমস্ত মিথ্যে রটনা ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে, দয়া করে সেগুলি এড়িয়ে যান।” কমেডি দুনিয়ায় পরিচিত নাম রাজু। তাঁর ভক্তসংখ্যাও অগুণতি। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। সেই রাজুই এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন পাঞ্জা। তিনি ফিরে আসুন– এমনটাই চাইছে গোটা দেশ।