Rakhi Sawant separation: ‘২ কোটি টাকা দেওয়ার ভয়েই সঙ্গে ছিল রিতেশ’, বিস্ফোরক রাখী

প্রেম দিবসের ঠিক আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন রাখী। তিনি লিখেছিলেন, “প্রিয় ভক্ত ও শুভানুধ্যায়ীরা, সবাইকে জানাতে চাই, আমি এবং রিতেশ আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।"

Rakhi Sawant separation: '২ কোটি টাকা দেওয়ার ভয়েই সঙ্গে ছিল রিতেশ', বিস্ফোরক রাখী
রিতেশের সঙ্গে রাখী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 5:02 PM

বিস্ফোরক রাখী সাওয়ান্ত। স্বামী রিতেশের সঙ্গে বিচ্ছেদের দিন কয়েকের মধ্যেই উগরে দিলেন ক্ষোভ। প্রকাশ্যেই জানালেন, বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁর নয়, বরং রিতেশের। দু’কোটি টাকা দেওয়ার ভয়েই নাকি সঙ্গে ছিলেন তাঁর স্বামী, দাবি রাখীর। কোন দু’কোটি টাকা?

ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাখী বলেন, “আমার মনে হয় আমি বিগবস থেকে বের হয়ে যাওয়ার পরেও ও আমার সঙ্গে ছিল শুধুমাত্র ফিনালেতে যোগ দিতে পারার কারণে। বিগবসের কন্ট্র্যাক্ট অনুযায়ী যদি তুমি গ্র্যান্ড ফিনালেতে অংশ না নাও তবে তোমাকে ক্ষতিপূরণ বাবদ দু’কোটি টাকা দিতে হবে। রাকেশ সেই টাকা দিতে চায়নি।” এখানেই থামেননি তিনি, টেনে এনেছেন বিগবস ফিনালের দিন পাপ্পারাজ্জির সামনে তাঁর ও রিতেশের চুম্বনের প্রসঙ্গও। রাখীর কথায়, “ও আমাকে মিডিয়ায় সামনে কিছুতেই ছুঁতে চাইছিল না। আমিই ওঁকে শুধু চুমু খাচ্ছিলাম। ও লাজুক তা আমি জানতাম। কিন্তু ওর ওরকম অদ্ভুত ব্যবহার আমায় ভাবাচ্ছিল”।

প্রেম দিবসের ঠিক আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন রাখী। তিনি লিখেছিলেন, “প্রিয় ভক্ত ও শুভানুধ্যায়ীরা, সবাইকে জানাতে চাই, আমি এবং রিতেশ আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। বিগবসের পর আমাদের মধ্যে অনেক কিছুই হয়ে গিয়েছে। অনেক জিনিস আমি জানতাম না, অনেক জিনিস আমার নিয়ন্ত্রণে ছিল না। আমরা চেষ্টা করেছিলাম আমাদের মধ্যেকার মতভেদ দূরে সরিয়ে রাখতে। কিন্তু এখন মনে হয় আমাদের আলাদা ভাবেই জীবনে এগিয়ে যাওয়া উচিত।”

এখানেই থামেননি তিনি। আরও লিখেছিলেন, “আমি দুঃখিত, আমার হৃদয় ভেঙে যাচ্ছে প্রেম দিবসের ঠিক আগেই এমন এক সিদ্ধান নিতে হল। রিতেশকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা। কিন্তু এই মুহূর্তে আমি কাজে মন দিতে চাই আর জীবনে খুশি থাকতে চাই। আমায় বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।”

বিগত দু’বছর ধরে রাখীর বিয়েই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাখী কি আদপে বিবাহিত, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটিজেনদের মনে। বিগবস ১৫তে প্রথম বার হাজির হন রাখীর স্বামী রিতেশ। যদিও অভিযোগ ওঠে টিআরপির দৌলতে রাখী স্বামী ‘ভাড়া’ করে এনেছেন। রাখী ও রিতেশ যদি এই অভিযোগ অস্বীকার করেন। এখানেই শেষ নয়, আরও অভিযোগ ওঠে রিতেশের বিরুদ্ধেও। জানা যায় তিনি বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে। গার্হস্থ্য হিংসায় দায়েও মামলা চলছে তাঁর। জানা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি রিতেশের। রাখী ও রিতেশ আইনত স্বামী-স্ত্রী নন। আরও জোরালো হয়ে ওঠা স্বামী ভাড়া তত্ত্ব।

যদিও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে রাখীর ভূয়সী প্রশংসা করেন রিতেশ। তিনি বলেন, “রাখীর হৃদয় সোনার মতো। যখন ওঁর সঙ্গে দেখা হয়েছিল জীবনে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি। ওঁকে আমি দেবী বই। আমার জীবনকে নতুন ভাবে সাজিয়ে দিয়েছে ও। ওকে বিয়ে সুখী হতে চাই। ওঁকে ভালবাসি যা হয়েছে তা ভুলে গিয়ে একসঙ্গে আবার পথ চলতে চাই”। বিগবস থেকে বের হওয়ার পরেই মিডিয়ার সম্মুখে স্বামী-স্ত্রীর পিডিএ চোখে পড়েছিল নেটিজেনদের। যদিও এ সব এখন অতীত। আর একসঙ্গে নেই রিতেশ-রাখী। আরও তিক্ত হয়েছে সম্পর্ক।

আরও পড়ুন- প্রেম দিবসে তিন পুরনো প্রেমের আখ্যান, সৃজিতের অন্য প্রেম!

আরও পড়ুন- ‘বরফি’র অফার ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা, নেপথ্যে কোন কারণ?