Ranbir-Arjun: রণবীরের কোন কথায় অর্জুন আবেগপ্রবণ হয়ে পড়েন!

Ranbir-Arjun: শোতে গিয়ে কাপুর বাড়ি ছেলে একটি খবর সকলের সামনে নিয়ে আসেন যা সবাইকে অবাক করে দেয়। সেই কথা শুনে অর্জুন ভীষণই আবেগপ্রবণ হয়ে পড়েন।

Ranbir-Arjun: রণবীরের কোন কথায় অর্জুন আবেগপ্রবণ হয়ে পড়েন!
রণবীর কাপুর
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 8:57 AM

পর পর দুটো ছবি মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের (Ranbir Kapoor)। ২০১৮ সালে তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি ছিল ‘সঞ্জু’। তারপর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘শামশেরা’ আর ‘ব্রহ্মাস্ত্র’। দুটো ছবির দুই রকম প্রচার চলছে। তাই নিয়ে তিনি বেজায় ব্যস্ত তিনি। বিশেয করে ‘শামশেরা’ ছবির প্রচার চলছে জোর কদমে। কারণ ২২ জুলাই মুক্তি পাবে এই ছবি। এর জন্য সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন শোতেও যাচ্ছেন তিনি। কয়েকদিন আগে ‘অনুপমা’ মেগা ধারাবাহিকের সেটে যান. যেখানে গিয়ে তিনি রূপালি গঙ্গোপাধ্যায়, যিনি অনুপমা চরিত্রে অভিনয় করছেন, তাঁর কাছে ভাল বাবা হওয়ার প্রশিক্ষণ নেন। তেমনই আর একটি রিয়্যালিটি শো যা সঞ্চালনা করেন অর্জুন বিজলানি, সেখানেও যান ‘শামশেরা’ ছবির প্রচার। সঙ্গে ছিলেন ছবির নায়িকা বাণী কাপুরও।

এই শোতে গিয়ে কাপুর বাড়ি ছেলে একটি খবর সকলের সামনে নিয়ে আসেন যা সবাইকে অবাক করে দেয়। সেই কথা শুনে অর্জুন ভীষণই আবেগপ্রবণ হয়ে পড়েন। রণবীরের কোন কথায় অর্জুনের পাশাপাশি মুগ্ধ হন তাঁর অনুরাগীরাও? রণবীর জানান যে অর্জুন তাঁর সহপাঠী ছিলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে আসতেই সকলেই প্রশংসা করেন শামশেরার। ভিডিয়োতে দেখা যায় রণবীর শুধু সহপাঠী হওয়ার খবরই উল্লেখ করেননি, এমনকি তিনি যে তাঁর খ্যাতি নিয়ে গর্বিত সে কথাও বলেছেন।

ঠিক কী বলেছিলেন খেলা চলতে চলতে রণবীর অর্জুনকে? “অর্জুন, এখানে কেউ জানেন না যে আমরা একে অপরেকে ছোটবেলা থেকে চিনি। (ইয়া লোগ জানতে নেহি হ্যায় কি আপ অর ম্যায় আসলে বাচপন সে এক দুসরে কো জানতে হ্যায়)। আমরা একই স্কুলে, একই ক্লাসে, একই ফুটবল হাউসে ছিলাম। এবং এটি দেখতে খুবই ভাল লাগছে আপনি যা করছেন। আপনি একজন বাবা এবং আপনি একজন দুর্দান্ত হোস্ট এবং আপনি যা করেন তার সমস্ত কাজ আমার পছন্দ। আমার একজন সহকর্মী এবং আমার একজন বন্ধুকে এত ভাল কাজ করতে দেখে মন ভরে যায়,” বলেছেন রণবীর। এই কথা শুনে অর্জুন খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তিনি অবিলম্বে রণবীর কাপুরকে আলিঙ্গন করতে মঞ্চের দিকে এগিয়ে যান। অভিনেতার এই ভিডিয়োটি  সঠিক কারণেই সকলের মন জয় করেছে।

রণবীর কাপুর ইন্ডাস্ট্রির অন্যতম নম্র অভিনেতা এবং তিনি বারবার তা প্রমাণ করেছেন। মঞ্চে অর্জুন এবং রণবীরের ‘বচপন কা’ প্রেম দেখে ভক্তরাও সেই পরিবারিক রিয়্যালিটি শো পুরো দেখা জন্য আগ্রহী।রণবীরও খুব শীঘ্রই বাবা হতে চলেছেন এবং তিনি যেখানেই যান এই উত্তেজনা শেয়ার করেন এবং খোলাখুলিভাবে এটি নিয়ে কথা বলেন। রণবীর এবং আলিয়া তাঁদের বাবা-মা হওয়ার কথা ঘোষণা করেছেন কয়েক সপ্তাহ আগে।  দম্পতি ১৪ এপ্রিল, ২০১১-এ বিয়ে করেছেন এবং তাঁরা তাঁদের প্রথম চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’-এর জন্যও অপেক্ষা করছেন, যা মুক্তি পাবে এই বছরই ৯ সেপ্টেম্বর।