Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Roosha-Anuran: রুশার বৌভাতের ছবি প্রকাশ্যে, বরের উচ্চতা নিয়ে এবারেও ট্রোলিং জারি

Roosha-Anuran: অনুরণ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগণার অশোকনগরে। যদিও তিনি এই মুহূর্তে থাকেন সিয়াটেলে। এক নামজাদা বহুজাতিক কোম্পানিতে তিনি কাজ করছেন।

Roosha-Anuran: রুশার বৌভাতের ছবি প্রকাশ্যে, বরের উচ্চতা নিয়ে এবারেও ট্রোলিং জারি
বরের সঙ্গে রুশা। ছবি ঋণ- দ্য ওয়েডিং ক্যানভাস।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2023 | 2:23 PM

বিয়ের পর ছবি প্রকাশ্যে আসতেই চরম ট্রোলের সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। তাঁর বরের উচ্চতা তাঁর থেকে খানিক কম, তা নিয়ে হয়েছিল বিস্তর কাটাছেঁড়া। এবার রিসেপশনের ছবি ফাঁস হতেই সেই একই কাণ্ড। তুমুল ট্রোল্ড হতে হল রুশাকে। দুইজনের কেমিস্ট্রি নয়, তাঁদের মানিয়েছে কিনা তা নিয়েই সরব হল নেটদুনিয়ার একটা বড় অংশ। প্রসঙ্গত, বৌভাতের দিন রুশা পরেছিলেন, ঝলমলে লেহেঙ্গা। গলায় ছিল হীরের সেট। সিঁথি ছিল রাঙা। অন্যদিকে তাঁর স্বামী পরেছিলেন স্যুট। আয়োজন ছিল ষোলোআনা। কিন্তু কটাক্ষ পিছু ছাড়ল না। ১৯ জানুয়ারি ইকো পার্কের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল রুশার বিয়ের আসর। একেবারে বাঙালি সাজে সেজেছিলেন তিনি। না, তবে বেনারসী পরেননি রুশা। পরেছিলেন কাঞ্জিভরম। গলায় সিল স্বর্ণালঙ্কার। অন্যদিকে স্বামী অনুরণ চৌধুরী সেজেছিলেন পায়জামা-পঞ্জাবিতে। একদিকে যখন রুশার স্বামীকে নিয়ে হচ্ছে ট্রোলিং, অন্যদিকে তাঁর পরিচয় জানলে কিন্তু অবাক হয়ে যাবেন।

অনুরণ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগণার অশোকনগরে। যদিও তিনি এই মুহূর্তে থাকেন সিয়াটেলে। এক নামজাদা বহুজাতিক কোম্পানিতে তিনি কাজ করছেন। রুশার সঙ্গে মাত্র আট মাসের আলাপ তাঁর। দেখে দিয়েছিলেন বাবা-মা। যদিও অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জড ম্যারেজ বদলে যায় ভালবাসায়। এ হেন অনুরণই ট্রোলের মুখে। বিরক্ত রুশার একটা বড় অংশের ভক্তরাও। এর আগে বিয়ে নিয়ে টিভিনাইন বাংলাকে রুশা জানিয়েছিলেন, বিয়ের পর দেশ ছেড়ে স্বামীর সঙ্গে বিদেশে স্থায়ীভাবে বাস করার ইচ্ছে রয়েছে তাঁর। অভিনয় কেরিয়ারকে তাই জানাবেন বিদায়।

প্রসঙ্গত, রুশার অভিনয় কেরিয়ার ১৩ বছরের। কিছুদিন আগেই ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে অতিথি শিল্পী হয়ে এসেছিলেন। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয় করেছেন। তাঁর অভিনয় কেরিয়ারের মাইলফলক বলা যেতে পারে ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে ঊষসী চরিত্রটি। তিনিই ছিলেন সেই হিট সিরিয়ালের নায়িকা। পরবর্তীকালে হিন্দিতেও রিমেক হয়েছে সিরিয়ালটি। এক মেধাবী গৃহবধূর আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনি বলেছিল সেটি। তবে রুশাকে প্রথম দর্শক দেখেন ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে ঋতাভরী চক্রবর্তীর বোনের চরিত্রে।