Sunny Leone: সানির সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক, অপরাধ জানলে অবাক হবেন, সাহায্য চাইলেন ডিভা
Viral News: একমাসের পরিশ্রম বৃথা, প্রকাশ্যে ভিডিয়ো শেয়ার করে অভিযোগ জানালেন সেলেব...।
বেশ সমস্যার সম্মুখীন হলেন এবার সানি লিওন। নিজেই হাজির হলেন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানাতে। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাকি ব্লক হয়ে গিয়েছে। সদ্য একমাস হল তিনি যুক্ত হয়েছেন লিঙ্কটইন প্রোফাইলে। সেখানে ভালও ছিল তাঁর অভিজ্ঞতা। দিন দিন রিচ বাড়ছিল সানির পেজ়ের। সানি নিজেই জানিয়েছেন যে তাঁর এই নতুন কমিউনিটিতে যুক্ত হয়ে ভাল লাগছিল। তবে হঠাৎ করেই একদিন তিনি দেখেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজ়টি ডিলিট করে দেওয়া হয়েছে। যা দেখে অবাক তিনি। এমন কি তিনি এও বলেন, এই বিষয় তাঁকে কোনও আগাম বার্তাও পাঠান হয়নি। কোনও মেলও আসেনি তাঁর কাছে। যা দেখে রীতিমত অবাক সানি। তিনি বর্তমানে ফিরতে চান এই সোশ্যাল মিডিয়ায়। তবে কেন তাঁকে ব্লক করা হয়েছে সেই উত্তরই খুঁজছেন তিনি।
সানির কথায়, এই প্রফাইলকে নাকি নকল সানি ভাবা হয়েছিল। আর সেই কারণেই অ্যাকাউন্ড ডিলিট করে দেওয়া হয়। তবে এবার এটা তিনি নিজেই। কোনও নজল নয়, তিনি নিজের পেজ় ফিরে পেতে চান, সেই দাবিতে ভিডিয়ো শেয়ার করেন সানি। জানতে চান, যদি কেউ তাঁকে এই মর্মে সাহায্য করতে পারে যেন করেন।
সানি জানান তিনি এই প্রফাইলটি ফিরে পেতে চান। ঝড়ের গতিতে ভাইরাল হয় সানির এই ভিডিয়ো। সানির কথায় তাঁর ভাল রিচ তৈরি হচ্ছিল, মাত্র এক মাসে তাঁর প্রফাইল অনেকটাই ছড়িয়ে পড়েছিল, এমন সময় ডিলিট হয়ে যাওয়ায় তিনি অসন্তোষও প্রকাশ করেন।
Happy to hear any suggestions and feedback regarding this matter !
Hey everyone, after a great month of joining @LinkedIn , they decided to block my account in the belief that it wasn’t actually. “ ME”?@LinkedInIndia @ryros @DanielWeber99 @LinkedInHelp pic.twitter.com/ia2UltwxUo
— Sunny Leone (@SunnyLeone) February 25, 2023
অনেকেই সানিকে অনেক উরদেশ দেন এই মর্মে। যদিও পেজটি ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। ফলে সেই পেজটি তিনি আর ফিরে পারেন কি না তা নিয়ে সংশয়ও দেখিয়েছেন অনেকে। সানি লিওন প্রতিটা পদে পদে নিজের আপডেট দিয়ে থাকেন তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এবার তিনি যা জানালেন তা দেখে অনেকেই অবাক। নকল সানির ঠেলায় সানি নিজেই বিপাকে।