Aindrila Sharma: সঙ্কট কাটেনি, দেহে নতুন সংক্রমণের হদিশ মিলেছে ঐন্দ্রিলার…

Health Update: এই মুহূর্তে সি-প্যাপ সাপোর্টে আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আগের মতোই শারীরিক অবস্থা।

Aindrila Sharma: সঙ্কট কাটেনি, দেহে নতুন সংক্রমণের হদিশ মিলেছে ঐন্দ্রিলার...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2022 | 8:13 PM

সোমবার সন্ধ্যায় অভিনেতা সব্যসাচী চৌধুরী ফেসবুক পোস্ট মারফত জানান, তাঁর প্রেমিকা ভেন্টিলেশন সাপোর্টে নেই আর। তিনি সাড়া দিচ্ছেন চিকিৎসায়। দিনে তিনবার তাঁর সঙ্গে কথা বলেন সব্যসাচী। সেই সময় ঐন্দ্রিলার হার্ট রেট বেড়ে যায়। এই সুখবরে হিতৈষীরা স্বস্তি অনুভব করেছিলেন। কিন্তু মঙ্গলবার হাসপাতাল সূত্র জানাচ্ছে, অভিনেত্রীর শরীরে নতুন সংক্রমণের খোঁজ মিলেছে। তিনি সি-প্যাপ সাপোর্টে আছেন। আগের মতোই শারীরিক অবস্থা। সঙ্কট কাটেনি।

গত মঙ্গলবার (০১.১১.২০২২) হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। নিজের বাড়িতেই ছিলেন তিনি। রান্না ঘরে রাঁধুনির সঙ্গে গল্প করছিলেন। হঠাৎই অচৈতন্য হয়ে নেতিয়ে পড়েন। তাঁকে তৎক্ষণাৎ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ঘনঘন বমি করছিলেন ঐন্দ্রিলা। জানা যায়, তাঁর স্ট্রোক হয়েছে। সেই থেকে হাসপাতালের আইসিইউতেই ভর্তি অভিনেত্রী। অন্য একটি সূত্র জানিয়েছিল, তিনি নাকি কোমায় চলে গিয়েছেন।

সোমবার ভেন্টিলেশন থেকে বের করা হয় ঐন্দ্রিলাকে। দেহের তাপমাত্রা স্বাভাবিক ছিল। নতুন করে জ্বর আসেনি আর। শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল। স্নায়ু সক্রিয় ছিল। অ্যান্টিবায়োটিকেও সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। গত শুক্রবার হাত নেড়েছিলেন ঐন্দ্রিলা। চোখ মেলে তাকানোর চেষ্টাও করেছিলেন তিনি।। কিন্তু শনিবার ফের অবনতি হয়।

তাঁর ২৪ বছরের ছোট্ট জীবনে দু-দু’বার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অভিনয় জগতে আসার আগে প্রথমবার ক্যান্সার থাবা বসায় তাঁর দেহে। দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন গত বছর। কয়েকমাস আগেই চিকিৎসা সম্পূর্ণ হয় ঐন্দ্রিলার। তিনি ফের ক্যান্সারজয়ী হন। এই গোটা সময়টায় অভিনেত্রীর প্রেমিক সব্যসাচী এবং পরিবারের প্রিয়জনরা তাঁকে আগলে রেখেছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে ঐন্দ্রিলা এ কথা স্বীকার করেছিলেন, “আমার শারীরিক কষ্ট ছিল অনেক, কিন্তু মানসিক যন্ত্রণা একফোঁটাও পাইনি।”