Amitabh Bachchan: টোপর পরতে নারাজ অমিতাভ, কী ঘটেছিল বিয়ের আসরে
Bollywood Gossip: একবার ঠিক হয় তাঁরা ছবির সাফল্য সেলিব্রেট করতে বাইরে ঘুরতে যাবেন। কিন্তু অমিতাভ বচ্চনের পরিবার এসব বিষয়ে ভীষণ কঠোর ছিল। অমিতাভ বচ্চনকে তাঁর বাবা জানিয়ে দিয়েছিলেন, একমাত্র বিয়ের পরই এটা সম্ভব।
অমিতাভ বচ্চন, ভালবেসে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী জয়াকে। শুটিং সেটেই প্রেম, প্রথম থেকেই অমিতাভ বচ্চনের প্রতি তাঁর ছিল অগাধ বিশ্বাস। বলিউডে যখন রীতিমতো স্ট্রাগল করছেন বিগ বি, তখন জয়া বলেছিলেন তিনি অনেক বড় অভিনেতা হবেন একদিন। সময়ের সঙ্গে সঙ্গে সে বিশ্বাসকে বাস্তবে পরিণত করেছিলেন অভিনেতা। তবে জয়া বচ্চনের হাত ছাড়ার কথা কখনও-ই ভাবেননি। একবার ঠিক হয় তাঁরা ছবির সাফল্য সেলিব্রেট করতে বাইরে ঘুরতে যাবেন। কিন্তু অমিতাভ বচ্চনের পরিবার এসব বিষয়ে ভীষণ কঠোর ছিল। অমিতাভ বচ্চনকে তাঁর বাবা জানিয়ে দিয়েছিলেন, একমাত্র বিয়ের পরই এটা সম্ভব।
তখন স্থির হয় বিয়ে করবেন তড়িঘড়ি। বাঙালি মতে বিয়ে করবেন অমিতাভ বচ্চন ও জয়া। কিন্তু এই বিয়ের আসরে এসে রীতিমত সমস্যায় পড়তে হয় অমিতাভ বচ্চনকে। সমস্ত রীতিনীতি মানতে রাজি ছিলেন তিনি, তবে বিয়ের টোপর তিনি পরবেন না, সাফ জানিয়ে দিয়েছিলেন। জয়ার বাড়ির প্রতিটি সদস্যকে অনুরোধ করেছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন, বলেছিলেন এই টোপরটা শুধু আমাকে পরাবেন না। সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতি রিয়্যালিটি শো-এর নতুন প্রমোতে অমিতাভ বচ্চনকে এমনই কথা বলতে শোনা গেল। চলছে নবরাত্রীর বিশেষ পর্ব। সেখানেই নিজের বিয়ের স্মৃতিতে ফিরে অমিতাভ বচ্চন জানালেন এই টুপিটার সঙ্গে বিয়ের কি সংযোগ তিনি বুঝতে পারেন না, তবে এই টুপিটা মোটেও তাঁর পরতে ইচ্ছা করছিল না। আর তাই টোপর ছাড়াই বিয়ে করে হয়েছিলেন বাংলার জামাই। তবে থেকে বাংলার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক, যে কথা একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলে থাকেন। জয়া আর অমিতাভ বচ্চন চুটিয়ে সংসার করেছেন, তারপর থেকে আজ এই জুটির সম্পর্ক অটুট। বলিউডের অন্যতম অভিভাবক এই জুটি আজও অধিকাংশ সময় একসঙ্গে থাকা পছন্দ করেন।