Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কে দিচ্ছে আপনার এত লম্বা ট্রিপের খরচ?’ কচ্ছপকে আদর করতেই প্রশ্নের মুখে পার্নো মিত্র

Parni Mittra: অনেকদিন ধরেই চলছে তাঁর ট্রিপ। বান্ধবীর হাত ধরে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। শ্রীলঙ্কায় গা ভাসিয়ে দিয়েছেন তিনি। বিভিন্ন গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি শ্রীলঙ্কারই একটি কচ্ছপ সংরক্ষণশালায় গিয়েছিলেন তিনি। নানা আকারে কচ্ছপ সংরক্ষিত ছিল সেখানে। ছোট থেকে বড় কচ্ছপগুলিকে কোলে তুলে আদর করছিলেন পার্নো।

'কে দিচ্ছে আপনার এত লম্বা ট্রিপের খরচ?' কচ্ছপকে আদর করতেই প্রশ্নের মুখে পার্নো মিত্র
পার্নো মিত্র।
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 9:25 PM

অনেকদিন ধরেই চলছে তাঁর ট্রিপ। বান্ধবীর হাত ধরে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র। শ্রীলঙ্কায় গা ভাসিয়ে দিয়েছেন তিনি। বিভিন্ন গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। সম্প্রতি শ্রীলঙ্কারই একটি কচ্ছপ সংরক্ষণশালায় গিয়েছিলেন তিনি। নানা আকারে কচ্ছপ সংরক্ষিত ছিল সেখানে। ছোট থেকে বড় কচ্ছপগুলিকে কোলে তুলে আদর করছিলেন পার্নো।

একদিকে যেমন তাঁর কচ্ছপ প্রেম দেখে আবেগঘন অনুগামীরা, তাঁর পোশাক দেখে মন্তব্যের ঝড় সোশ্যাল মিডিয়ায়। পার্নোর ট্রিপ সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছেন নেটপাড়ার নিন্দুকেরা। তাঁকে সরাসরি প্রশ্ন করেছেন, এত টাকা কোথায় পান? কেউ তাঁর শরীর নিয়ে মন্তব্য করতেও পিছপা হননি।

View this post on Instagram

A post shared by parnomittrah (@parnomittra)

বাংলা সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন পার্নো মিত্র। সেই সিরিয়ালে আবার পার্নোর চরিত্রে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়। তারপর বড়পর্দায় পদার্পণ করেন তিনি। অঞ্জন দত্তের পরিচালনায় ‘রঞ্জনা আমি আর আসবো না’ ছবিতে পার্নোর পারফরম্যান্স নজর কাড়ে অনেকের। ওয়েব সিরিজ়েও নিজের স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী। বড়পর্দায় সমাদৃত হয়েছেন একাধিকবার। রাজনীতির ময়দানেও নাম লিখিয়েছিলেন। ২০২১ সালে বিধানসভা ইলেকশনে বিজেপির হয়ে লড়েছিলেন। তবে তিনি হেরে গিয়েছিলেন ভোটের ময়দানে।