Bonney Sengupta: ‘গাড়ি বিক্রির টাকায়…?’ মালদ্বীপে বনির পোজ়ে কটাক্ষের বন্যা…
Gossip: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বনি সাফ ক্যাপশনে তা লিখেও দিলেন। যদিও তা লক্ষ্য না করেই নিন্দুকদের কমেন্টে ভরে গেল নেটপাড়া।
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অভিনেতা বনি সেনগুপ্তকে ইডি ডাকার পর থেকেই শুরু তর্জা। এরপর সামনে আসে গাড়ি বিতর্ক। যদিও সেই গাড়ি আর এখন তাঁর দখলে নেই। এমনই সময় বনি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন। মালদ্বীপে ভ্রমণের ছবি। যা দেখা মাত্রই এক প্রকার রে রে করে উঠল নেট দুনিয়া। একের পর এক কটাক্ষ ধেয়ে এল তাঁর দিকে। কেউ প্রশ্ন তুললেন আর্থিক তচ্ছরূপ প্রসঙ্গে, কেউ আবার প্রশ্ন তুললেন তাঁর অভিনয়গুন নিয়ে। যদিও এই ছবি বনি শেয়ার করেছেন পুরোনো অ্যালবাম থেকেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বনি সাফ ক্যাপশনে তা লিখেও দিলেন। যদিও তা লক্ষ্য না করেই নিন্দুকদের কমেন্টে ভরে গেল নেটপাড়া।
কেউ লিখলেন, শরীরের ওপর একটু নজর দিতে হবে। কেউ কেউ লিখলেন, বনি ভাই এইগুলি ভাল করে কর, কিন্তু প্লিজ অভিনয়টা ছেড়ে দাও ভাই। কারও কথায় আবার, ছবিগুলো এডিট করা মনে হচ্ছে। গাড়ি ফেরত দিয়ে টাকা বেড়েছে কি? যদিও ট্রোলে খুব একটা আর এখন নজর দেন না অভিনেতা। তিনি স্পষ্টই মন্তব্য করেছিলেন অতীতে, তিনি নিজে ঠিক, তাঁর কাছে সমস্ত সাক্ষ্য প্রমাণ করেছে। এর বাইরে তিনি আর অন্য কিছু নিয়েই ভাবতে চান না।
বনি সেনগুপ্তের এই পোস্টে কমেন্ট বক্সে হাজির খোদ কৌশানী মুখোপাধ্যায়ও। ঝড়ের গতিতে ভাইরাল এই ছবির কমেন্টে তিনি আগুন ইমোজি দিলেন। বনি-কৌশানী টলিউডে অন্যতম জুটি। তাঁর একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। মাঝে নানা কারণ বশত তাঁদের মধ্যে খানিক দূরত্ব তৈরি হলেও, এখন সবটাই স্বাভাবিক। নানা বিতর্কে যখন জর্জরিত বনি, তখন কৌশানী সেই বিষয় কিছুই জানেন না বলেই জানিয়েছিলেন। তবে সেই সকল বিতর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়ে এখন ছবির জগত নিয়েই ব্যস্ত থাকতে চান অভিনেতা, তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন।
View this post on Instagram