Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jisshu Sengupta Birthday: ‘প্ল্যানচেট করে ডাকতে চাই ঋতুদাকে’, ঠোঁটে দুঃখের হাসি নিয়ে বলেছেন যিশু

Jisshu Sengupta-Rituparno Ghosh: নিজের সুসজ্জিত বাড়িতে যিশু একটি কর্নার রেখেছেন প্রিয় ঋতুদার স্মৃতির উদ্দেশে। সেটাই যিশুর মন খারাপের ঠিকানা। ঘরের মধ্যে ঘর।

Jisshu Sengupta Birthday: 'প্ল্যানচেট করে ডাকতে চাই ঋতুদাকে', ঠোঁটে দুঃখের হাসি নিয়ে বলেছেন যিশু
জন্মদিনে যিশু সেনগুপ্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2022 | 1:01 PM

সাফল্যের চূড়ায় বসে আছেন যিশু সেনগুপ্ত। কলকাতা, তথা টলিউডের গলি থেকে অনেক আগেই অন্যত্র পদার্পণ করেছেন। উড়ে গিয়েছেন আরব সাগরের তীরে অবস্থিত মুম্বই নগরীতে। তেলেঙ্গানা ও দক্ষিণ ভারতেও তাঁর নিত্য যাতায়াত। কেবল বাংলা নয়, কাজ করছেন ভারতীয় ছবিতেও। হয়ে উঠেছেন ‘প্যান ইন্ডিয়া স্টার’। যিশুর আজ জন্মদিন। ৪০ পেরিয়েছেন ৫ বছর আগেই। আজ (১৫.০৩.২০২২) পা দিলেন ৪৫ বছর বয়সে। কলকাতার জর্জ ক্লুনি হয়ে উঠেছেন। আমরা বলছি না। বলছেন কলকাতাবাসী।

‘শ্রী চৈতন্য মহাপ্রভু’ থেকে ৯০-এর বাংলা বাণিজ্যিক ছবি, মাঝে অনেকগুলো বছর তেমন ডাক পাননি যিশু। ঋতুপর্ণ ঘোষের ছবিতে দারুণ ভাবে দর্শক আবিষ্কার করলেন এক অন্য যিশুকে। তারপর আরও অনেক বাংলা ছবি, হিন্দি ছবি, দক্ষিণ ভারতীয় ছবি।ছবির নাম হাতে গুণে শেষ করা যাবে না। ঋতুপর্ণ চলে গেলেন অসময়ে। শূন্যতা তৈরি হল বাংলার বিনোদন জগতে। খানিক যিশুর কেরিয়ারে ও জীবনেও। বাবা-মায়ের সঙ্গেই সমান আসনে তাঁর ‘ঋতুদা’কে বসিয়েছিলেন যিশু। নিজের সুসজ্জিত বাড়িতে একটি কর্নারও রেখেছেন প্রিয় ঋতুদার স্মৃতির উদ্দেশে। সেটাই যিশুর মন খারাপের ঠিকানা। ঘরের মধ্যে ঘর।

TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যিশুকে যখন জিজ্ঞেস করা হয় কাকে প্ল্যানচেট করে তিনি ডাকতে চান। যিশু জানিয়েছিলেন, ঋতুপর্ণ ঘোষ এবং তাঁর বাবা-মাকে। আপেক্ষ করেছিলেন পরবর্তীতে তাঁর প্রতিপত্তি কেউই দেখে যেতে পারেননি। বলেছিলেন, “বাবা-মায়ের জায়গাতেই ঋতুদাকে রাখি। আমি এখন যে কাজগুলো করছি, তাতে আমার মা ও ঋতুদা খুব খুশি হতেন। বাবাও হতেন কিন্তু তিনি আমাকে কোনওদিনও ফোর্স করেননি। বাবা বলতেন যা করবে নিজের দমে করবে। তিনি আমার হয়ে কোনওদিন সুপারিশও করেননি কোথাও। মা সব সময় চাইতেন সুন্দর জীবন পাই আমি। যেটা আমার কাছে এখন রয়েছে। আসলে অনেক অভাবে বড় হয়েছি তো। ঋতুদা চাইতেন আমার কাজের ব্যাপ্তি। আমাকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিলেন ঋতুদা। চাইতেন আমি সেই সম্মান পাই। ঋতুদা সেটা আমার জন্য অনেকটাই করে দিয়ে গিয়েছেন। আমি জানি ওঁরা তিনজনেই আমাকে ঘিরে রয়েছেন। ওঁদের আশীর্বাদ না থাকলে আমিও এতদূর আসতে পারতাম না।”

নিজের প্রাসাদসম চারতলা বাড়িতে ঋতুপর্ণ ঘোষের জন্য আলাদা কর্ণার রেখে দিয়েছেন যিশু। অভিনেতা বলেছেন, “ঋতুদা আমাকে প্রচুর জিনিস উপহার দিয়েছিলেন। সেই কর্ণারে ওই জিনিসগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। ঋতুদার দেওয়া প্রচুর ফার্নিচার রয়েছে আমাদের বাড়িতে। ছোট-ছোট জিনিসও রয়েছে। আমার গণেশ ভাল লাগে। সেগুলো রয়েছে। বুদ্ধ রয়েছে ঋতুদার দেওয়া। মন খারাপে সেখানেই আড়াল খুঁজ়ি।”

আরও পড়ুন: Alia Bhatt Birthday: জন্মদিনে আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’, একই অঙ্গে কত রূপ, ছকভাঙা উপহারে আলিয়া

সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা
বন্ধ রেলগেটের জেরে বিপত্তি, রাস্তায় মুমূর্ষু রোগী, রেললাইনে ছাত্ররা