Viral Mimi Chakraborty: পরনে এক পোশাক, অক্ষয় কুমারের সঙ্গেই কী ছুটি কাটাচ্ছেন মিমি?

Fashion: অনেকেই মিমির থেকে কমেন্ট বক্স জানতে চাইলেন এই জ্যাকেটের মূল্য কত বা কোন ব্র্যান্ডের পোশাক এটি।

Viral Mimi Chakraborty: পরনে এক পোশাক, অক্ষয় কুমারের সঙ্গেই কী ছুটি কাটাচ্ছেন মিমি?
Follow Us:
| Edited By: | Updated on: Feb 20, 2023 | 2:59 PM

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিম অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় তাঁর প্রতিটা পোস্ট। ফ্যাশন ট্রেন্ডে বারে বারে তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটল না। ঝড়ের গতিতে ভাইরাল হলেন তিনি তাঁর প্রতিটা লুকে, কারণ প্যারিস ট্রিপ বলে কথা। সেখান থেকেই গত এক সপ্তাহ আগে একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। জন্মদিনের সেলিব্রেশনে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন টলিউডের এই সেলেব। তাঁর লুক থেকে শুরু করে তাঁর অভিনয় বারে বারে ভক্তদের প্রশংসার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন মিমি চক্রবর্তী। প্যারিস থেকে তাঁর পোস্ট করা ছবিতে লাইক শেয়ার কমেন্ট পড়লেও তা ঘিরে চর্চা শুরু গত দুদিনে।

চর্চার কারণ? একই পোশাকে এবার ছবি শেয়ার করে বসলেন অক্ষয় কুমারও। তাঁর আগামী ছবি সেলফিতে দেখা যায় তাঁকে এই পোশাকেই একটা গান শুট করতে। সেই ছবি পোস্ট করার পর থেকেই জল্পনা। না, কোনও একসঙ্গে ভ্যাকেশন প্ল্যান নয়, কিংবা পোশাক দেওয়া-নেওয়ার পালাও নয়, আচমকাই মিলে গেল দুজনের ফ্যাশন ট্রেন্ড।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

কেউ কারও ফ্যাশন আইডিয়া চুরিও করলেন না, কারণ অক্ষয় কুমার যখন এই পোশাকে ছবি শুট করেছেন, তা বহু আগে। যতদিনে গান মুক্তি পেয়েছে, ততদিনে মিমির ছবি ভাইরাল। তবে দুজনের যে ফ্যাশন চয়েস এই ক্ষেত্রে মিলে গিয়েছে তা এক কথায় বলতে গেলে বলাই বাহুল্য। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া তাঁদের লুক ঘিরে চর্চা তুঙ্গে। বর্তমানে নয়া ফ্যাশন ট্রেন্ডের পিকে রয়েছে এই ফেদার জ্যাকেট। অনেকেই মিমির থেকে কমেন্ট বক্স জানতে চাইলেন এই জ্যাকেটের মূল্য কত বা কোন ব্র্যান্ডের পোশাক এটি।