Manali Bedroom Secret: রাতে চোখে মাস্ক পরে শুনতে হয়? বরের কোন স্বভাবে অতিষ্ট মানালী?
Relationship: মানালির সাফ উত্তর ছিল, জীবন আগের মতোই আছে। খুব একটা বদল ঘটেনি। তবে তিনি রাতে মাস্ক পরে থাকছেন কেবল।
মানালি দে ও অভিমন্য মুখোপাধ্যায় বর্তমানে একপ্রকার চুটিয়ে সংসার করছেন। লকডাউনে হঠাৎই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। ছিল না কোনও চাকচিক্য। কেবল ঘরোয়া ভাবেই বিয়ে সেরেছিলেন জুটি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। তবে কেমন চলছে তাঁদের এই সংসার জীবন? বারে বারে সেই প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিলেও প্রকাশ্যে খুব একটা সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায় না তাঁদের। তবে একবার নিজেই মানালি জানিয়েছিলেন তাঁর বেডরুমে ঠিক কী পরিস্থিতিতে পড়তে হয়। দিদি নম্বর ওয়ান সেটে জুটিতে উপস্থিত হয়েছিলেন তাঁরা। এই রিয়্যালিটি শো-এর মঞ্চেই সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় তাঁদের বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করতেই এ কী বলে বসেন মানালি!
মানালির সাফ উত্তর ছিল, জীবন আগের মতোই আছে। খুব একটা বদল ঘটেনি। তবে তিনি দিনে রাতে মাস্ক পরে থাকছেন কেবল। দিনের বেলায় করোনার জেরে নিয়ম মেনে মাস্ক পরা বাধ্যতামূলক, অন্যদিকে তেমনই আবার রাতেও রীতিমত মাস্ক পরতে হয় তাঁকে। তবে তা মুখে নয়, রীতিমত তিনি চোখে পরে শুতে যান। কারণ তাঁর বরের অত্যাচার। অভিমন্যুর অভ্যাস বেশিক্ষণ পর্যন্ত জেগে টিভি দেখা। তাতেই ঘুমতে বেশ অসুবিধে হয় মানালীর। সেই কারণেই চোখে মাস্ক পরে ফেলেন তিনি।
যদিও রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে এও জানান মানালী, তিনি দুই শর্ত দিয়েই বিয়ে করেছিলেন অভিমন্যুকে। এক, তিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন না। দুই, তিনি প্রথম ঘর গোছাতে পারবেন না। পাশে দাঁড়িয়ে থাকা অভিমুন্য মুখে হাসি নিয়ে পাল্টা প্রশ্নও করেছিলেন, ”তবে আর বাকি কী থাকে!”