ফাদার্স ডে’তে ‘বেবিবাম্পে’ বিশেষ বার্তা নুসরতের, ‘শয়তানের চোখে ভগবানও খারাপ’, বলছেন যশ

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্যদিকে নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁ

ফাদার্স ডে'তে 'বেবিবাম্পে' বিশেষ বার্তা নুসরতের, 'শয়তানের চোখে ভগবানও খারাপ', বলছেন যশ
যশ-নুসরত
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2021 | 4:25 PM

চর্চা অব্যাহত। তবু বিশেষ দিনে নুসরত জাহান দিলেন বিশেষ বার্তা। ছবি শেয়ার করে শেখালেন ‘উদারতার’ পাঠ। অন্যদিকে যশের ইনস্টা পোস্ট বলছে, ‘নিজের চোখ ভাল থাকাই যথেষ্ট।’

রবিবার বাবাদের দিন। এর ঠিক এক দিন আগে অর্থাৎ শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যশ। নিজের ছবি, বারান্দায় তোলা। যশ লিখেছেন, “নিজের চোখে ভাল থাকাটাই যথেষ্ট। শয়তানের চোখে ভগবানও খারাপ।” অন্যদিকে এ দিন নুসরতের ইনস্টা জুড়ে তাঁর বেশ কয়েকটি ছবি। যাতে সযত্নে লুকনো আছে অভিনেত্রীর বেবিবাম্প। নুসরত লিখেছেন, “উদারতা সব কিছু বদলে দেয়।” কার উদ্দেশ্যে নুসরতের ওই পোস্ট? নিজের? প্রশ্ন নেটিজেনদের।

View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

বিগত বেশ কিছু দিন নুসরত জাহান চর্চায় । চর্চায় তাঁর ব্যক্তিগত জীবনও। তাঁর মা হওয়ার খবর, ‘স্বামী’ নিখিলের সঙ্গে বিয়ে আইনত অস্বীকার, যশের সঙ্গে সম্পর্ক নিয়ে চলছে আলোচনা। যদিও নুসরত চুপ। শোনা যাচ্ছে গর্ভবতী অবস্থায় দ্বিতীয় পর্যায় চলছে তাঁর। সেপ্টেম্বরেই আসতে পারে নতুন অতিথি।

আরও পড়ুন- শ্রীময়ী-কাঞ্চনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ পিঙ্কি, ‘…হারাতে চাই না’, ভেঙে পড়লেন কান্নায়

View this post on Instagram

A post shared by Yash (@yashdasgupta)

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্যদিকে নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে তাহলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য় পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না।