Tolly Gossip: বিয়ের ১৩ বছর পূর্তিতে খুশি রাহুল, ‘প্রিয়াঙ্কার মধ্যে নীরবতা কেন?’
Tolly Gossip: ছয় বছর আলাদা থাকার পরে আবারও কাছে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজের মুখের দিকে তাকিয়ে সহজ হয়েছিল তাঁদের সম্পর্ক। মাঝের কয়েকটা বছরও যদি জীবনের সঙ্গে জুড়ে দেওয়া যায়, তবে গতকাল অর্থাৎ শনিবার ছিল তাঁদের জীবনের এক বিশেষ দিন।
ছয় বছর আলাদা থাকার পরে আবারও কাছে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজের মুখের দিকে তাকিয়ে সহজ হয়েছিল তাঁদের সম্পর্ক। মাঝের কয়েকটা বছরও যদি জীবনের সঙ্গে জুড়ে দেওয়া যায়, তবে গতকাল অর্থাৎ শনিবার ছিল তাঁদের জীবনের এক বিশেষ দিন। বিয়ের ১৩ বছর পূর্ণ করলেন তাঁরা। ১৩ আদপে মোটেও অভাগা নম্বর নয় তাঁদের কাছে। বরং প্রাক ১৩তেই আবারও এক হয়েছেন তাঁরা। আর সেই উপলক্ষেই ছেলে ও স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রাহুল। লিখেছেন, “১৩ পার করে ১৪ বছরে পড়লাম। হ্যাঁ এতটাই বুড়ো হয়েছি আমরা। শুভ বিবাহবার্ষিকী আমাদের।”
যদিও প্রিয়াঙ্কার তরফে এমন কোনও শুভেচ্ছা বার্তা ভেসে আসেনি। তিনি আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবির প্রচারে। অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কুরবান’ ছবিতে দেখা যাবে তাঁকে। তা নিয়েও প্রচার করে বেড়াচ্ছেন বিভিন্ন মাধ্যমে। প্রসঙ্গত, কিছু দিন আগে দীপাবলির শুভেচ্ছা জানাতে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাহুল। সেখানে তাঁর ও প্রিয়াঙ্কার মধ্যেকার ‘দূরত্ব’ নজর এড়ায়নি সাধারণের। এক নেটিজেন লিখেছিলেন, “তাও যেন একটা দূরত্ব থেকে যাচ্ছে।” উত্তরে রাহুল লিখেছিলেন, “এক কাজ করব। নম্বর পাঠাও। কখন কখন কাছে থাকব জানিয়ে দেব।” রাহুল প্রতিবাদ করেছিলেন বটে, এই ছবি দেখেও নেটিজেনদের অনেকাংশেরই একই প্রশ্ন। তাঁদের জিজ্ঞাসা প্রিয়াঙ্কার কাছে, রাহুল ঘনঘন ছবি শেয়ার করলেও কেন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ নায়িকার?