Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raj Chakraborty: স্পাইডার ম্যানে সঙ্গে জমিয়ে নাচ, ইউভানের হাত ধরে শৈশবে ফিরলেন রাজ

Inside Story: যেখানে ছোটদের খেলার বহু সরঞ্জাম সামগ্রী রাখা ছিল। উপস্থিত ছিল ব্যাটম্যান স্পাইডারম্যান চলছিল মজার মজার মিউজিক যার তালে তালে সকলেই পা মেলালেন। ছোটদের হাত ধরে ফ্লোরে নেমেছিলেন অন্তসত্ত্বা শুভশ্রী সঙ্গে রাজ চক্রবর্তীও।

Raj Chakraborty: স্পাইডার ম্যানে সঙ্গে জমিয়ে নাচ, ইউভানের হাত ধরে শৈশবে ফিরলেন রাজ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 1:50 PM

স্পাইডারম্যানের সঙ্গে জমিয়ে নাচ, তিন বছরের ইউভানের হাত ধরে পলকে রাজ চক্রবর্তী যেন ফিরে পেলেন শৈশব। না, সেই সময় শৈশব বলতে স্পাইডারম্যান ব্যাটম্যানের সঙ্গে হুল্লোড় করে জন্মদিনের পার্টি সেলিব্রেশন ছিল না। তাই এক অন্য স্বাদের জন্মদিন সেলিব্রেশানে এবার ছেলের হাত ধরে নিজেও গা ভাসালেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। সদ্য ছেলে ইউভানের তিন বছরের জন্মদিন ধুমধাম করে সেলিব্রেট করা হল। যে পার্টিতে উপস্থিত ছিলেন বহু সেলেবরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী এদিন পার্টির অন্দরমহলটা ঠিক কীভাবে সাজিয়েছিলেন, সেই ভিডিয়ো এবার শেয়ার করে নিলেন অভিনেত্রী। ছোট্ট ইউভানের পার্টিতে বিশেষ অতিথি তালিকায় তাই খুদে শিশুরাই। ফলে তাদের কথা মাথায় রেখেই ছোট্ট ইউভানের পার্টি যেন একটি থিম পার্কে পরিণত হয়েছিল।

যেখানে ছোটদের খেলার বহু সরঞ্জাম সামগ্রী রাখা ছিল। উপস্থিত ছিল ব্যাটম্যান স্পাইডারম্যান চলছিল মজার মজার মিউজিক যার তালে তালে সকলেই পা মেলালেন। ছোটদের হাত ধরে ফ্লোরে নেমেছিলেন অন্তসত্ত্বা শুভশ্রী সঙ্গে রাজ চক্রবর্তীও। সকলের সঙ্গে হই হই করে এদিন সন্ধ্যাটা ঠিক কেমন কাটে তারই ঝলক মিলল এই ভিডিয়োতে। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ছেলের জন্মদিনের পার্টির নানান ছবি শেয়ার করছেন শুভশ্রী। পোশাক পড়েছিল ছোট্ট জীবন তাঁর সঙ্গে রংমিলিয়ে শুভশ্রী ও রাজ চক্রবর্তীও কালো পোশাকে সেজেছিলেন এদিন। এই জুটিকে দেখতেও বেশ ভাল লাগছিল। রাজের সঙ্গে পার্টির ফাঁকে ফাঁকে তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করে শুভশ্রী ক্যাপশনে লিখেছেন ‘আমার’। টলিউডের মিষ্টি এই জুটির পরিবারের আসতে চলেছে আরও এক সদস্য। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এখন পলক গুনছেন জুটি। চলতি বছরই সুখবর শোনাবেন তাঁরা। অপেক্ষায় রয়েছেন ভক্তরাও।