Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabhari Chakraborty: নিখিল জৈনকে ধন্যবাদ জানালেন ঋতাভরী, নেপথ্যে কোন কারণ?

বছরের বিশেষ দিনগুলো 'আইডিয়াল স্কুল অব ডেফ'-এর খুদেদের সঙ্গে কাটান ঋতাভরী। এবারেও তার অন্যথা হয়নি। তবে এবার ঋতাভরী একা নন। তাতে সামিল হয়েছেন নিখিলও।

Ritabhari Chakraborty: নিখিল জৈনকে ধন্যবাদ জানালেন ঋতাভরী, নেপথ্যে কোন কারণ?
নিখিল জৈনকে ধন্যবাদ জানালেন ঋতাভরী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 9:13 PM

ব্যক্তিগত জীবনে ঝড় উঠলেও ব্যবসার দিকে পুরোপুরি মনোনিবেশ করেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের একদা সহবাস সঙ্গী নিখিল জৈন। সেই নিখিলকেই এবার ধন্যবাদ জানালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। নেপথ্যে রয়েছেন এক বিশেষ কারণ।

উপহার পাঠিয়েছেন নিখিল। বছরের বিশেষ দিনগুলো ‘আইডিয়াল স্কুল অব ডেফ’-এর খুদেদের সঙ্গে কাটান ঋতাভরী। এবারেও তার অন্যথা হয়নি। তবে এবার ঋতাভরী একা নন। তাতে সামিল হয়েছেন নিখিলও। বাচ্চাদের জন্য পাঠিয়েছেন নিজের বস্ত্রবিপণনী প্রতিষ্ঠানের পোশাক। সেই জন্যই নিখিলকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, “অত সুন্দর উপহারের জন্য ধন্যবাদ। ওদের মুখের হাসিই বলে দিচ্ছে পোশাকগুলো পেয়ে ওরা কতটা খুশি হয়েছে।” দিন কয়েক মহিলাদের পোশাকের ব্র্যাণ্ড রঙ্গোলীর পাশাপাশি পুরুষদের বস্ত্র বিপণনী ব্র্যান্ড ‘রাঞ্ঝ’-এর উদ্বোধন করেছেন নিখিল। হাজির ছিলেন ইণ্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতারা।

অন্যদিকে অস্ত্রোপচারের ধাক্কা সামলে ঋতাভরী আবারও কাজে ফিরেছেন। মাস কয়েক আগে দুটি অস্ত্রোপচার হয়েছিল ঋতাভরীর। অস্ত্রোপচারের পর চরম হতাশার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, সে কথা মাস খানেক আগে এক পোস্টে নিজেই জানিয়েছিলেন তিনি। পোস্টে লিখেছিলেন, ” ২০১৩ সাল থেকে যাতে ফিগার ঠিক থাকে তাই কড়া ডায়েট-রুটিন অনুসরণ করতাম আমি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি নিতাম দেখার জন্য, যে আমি ঠিক আছি কিনা। ৩৬-২৬-৩৬- শরীরের এই গঠন নিয়ে আমি পাগল ছিলাম। কিন্ত আট মাসে আগে সব নিয়ম গুলিয়ে গেল যখন এক অস্ত্রোপচার হয় আমার। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম। নড়াচড়া করতে পারতাম না।”

যোগ করেছিলেন, “অপারেশন ঠিকঠাক হয় কিন্তু হতাশা ঘিরে ধরে। নিজেকে বলরাম সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্ত আমার কাজ-পাগল মনের ধৈর্য ছিল না। সবাইকে বলতে চাই, আমি ভাল হচ্ছি। শারীরিক যন্ত্রণা আর নেই। কিন্তু হতাশা আমায় নিঃসঙ্গ করে দিয়েছে। পরে তোমাদের সব বলব…।” ঋতাভরীর ওই পোস্টে পাশে থাকার বার্তা দিয়েছিলেন মিমি-নুসরতও।

তবে সেই অধ্যায় কাটিয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। তাঁর হঠাৎ ওজন বেড়ে যাওয়া নিয়ে হয়েছে কটাক্ষও। তবে তিনি পজেটিভ। সম্প্রতি আবিরের বিপরীতে এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গেও এক বিজ্ঞাপনী কাজে। সঙ্গে রয়েছে সমাজসেবা মূলক কাজ। এ সব নিয়েই নিজের শর্তে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।