Nusrat Jahan’s Son: কালীপুজোয় প্রথমবার ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত জাহান

মাথা ভর্তি সিঁদুর আর ম্যাজেন্ডা রঙে নিজেকে মুড়ে নুসরত ছবি দিয়েছেন বেশ কয়েকটি। ঈশানের ছবি যদিও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে।

Nusrat Jahan's Son: কালীপুজোয় প্রথমবার ঈশানের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত জাহান
নুসরত জাহান
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2021 | 11:13 PM

আপনি কি নুসরত জাহানের ভক্ত? তবে আজ কালিপুজোর বিশেষ দিনে আপনার প্রিয় নায়িকা আপনার এত দিনের ইচ্ছে পূর্ণ করেছেন। প্রথম বার প্রকাশ্যে এনেছেন সন্তান ঈশান দাশগুপ্তের ছবি। না, তার মুখ দেখাননি নুসরত। তবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ওই একরত্তির প্রথম ঝলক।

মাথা ভর্তি সিঁদুর আর ম্যাজেন্ডা রঙে নিজেকে মুড়ে নুসরত ছবি দিয়েছেন বেশ কয়েকটি। ঈশানের ছবি যদিও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। দিন কয়েক আগে ঈশানের ছবি কবে অনুরাগীরা দেখতে পারবে, এই প্রশ্নের উত্তরে টিভিনাইন বাংলাকে নুসরত বলেছিলেন,” “অনেকেই তাঁদের বাচ্চার ছবি নিয়মিত দিয়ে থাকেন সেটা খারাপ আমি বলছি না। তবে আমি চাই ঈশান স্বাভাবিক ভাবে বেড়ে উঠুক”।

টিভিনাইন বাংলার কাছেই যশ ও তাঁর বাবা হিসেবে দায়িত্ব নিয়ে মন্তব্য করেছিলেন নুসরত দিন কয়েক আগেই। বাবা হিসেবে যশ কেমন? নুসরত শিক্ষক হলে সেই মার্কশিটে বাবা যশ কত নম্বর পাবেন? নুসরতের উত্তর, “যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব আমি।” বলেছিলেন, “ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।”

View this post on Instagram

A post shared by Nusrat (@nusratchirps)

আরও পড়ুন:Malvika Raaj: কভি খুশি কভি গম’-এর ছোট্ট ‘পু’কে মনে আছে! বলিউডে কামব্যাক তাঁর, বিপরীতে কে?

আরও পড়ুন:Bigg Boss 15: শমিতাকে প্রকাশ্যেই ফ্লার্ট, জয়কে সাবধান করলেন নিশান্ত, দেখুন ভিডিয়ো

দেখুন ঈশানের প্রথম ঝলক