Aindrila Sharma: নিজের হাতে করে এনেছিলাম, নিজের হাতে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব: মুখ খুললেন সব্যসাচী
Aindrila Sharma: গত আড়াই দিন ধরে ঐন্দ্রিলাকে নিয়ে সংবাদমাধ্যম ও বিভিন্ন সামাজিক মাধ্যমে রটেছে কিছু নেতিবাচক খবর।
তিনি নীরব ছিলেন। মঙ্গলবার রাতে ঐন্দ্রিলা শর্মাকে নিজেই পৌঁছে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। তারপর থেকে হাসপাতালেই কেটেছে বিনিদ্র রজনী। ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, মানসিক ভাবে ভেঙে পড়েছেন সব্যসাচী। সংবাদমাধ্যমের ফোন ধরেননি। অতি পরিচিত বন্ধু ছাড়াও ফোন ধরেননি কারও। অবশেষে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের আড়াই দিন পর নীরবতা ভাঙলেন সব্যসাচী চৌধুরী।
গত আড়াই দিন ধরে ঐন্দ্রিলাকে নিয়ে সংবাদমাধ্যম ও বিভিন্ন সামাজিক মাধ্যমে রটেছে কিছু নেতিবাচক খবর। তাতেই ক্ষোভ উগরে অভিনেতা লেখেন, “ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না”। এই কঠিন সময়ে ঐন্দ্রিলার বাড়ির লোক, পরিবার পরিজনকেও যাতে বিরক্ত না করা হয় সে বিষয়ে আর্জি জানিয়েছেন তিনি। জানিয়েছেন, ঐন্দ্রিলার এই অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত তিনি কোথাও কিছু বলেননি। এমনকি ভবিষ্যতেও বলবেন না। হাসপাতালে লড়ছেন ঐন্দ্রিলা। সঙ্গী প্রেমিক সব্যসাচী। সব্যসাচীর কথায়, “মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। ” ঐন্দ্রিলা সুস্থ হবেনই। সুস্থ না হওয়া পর্যন্ত সব বাজি রাখতে রাজি সব্যসাচী তাই তো তিনি আশাবাদী, বা বলা ভাল আত্মবিশ্বাসী। তাঁর অঙ্গীকার, “নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না”।
মঙ্গলবার রাত্রে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলার মায়ের ফোনে সব্যসাচীর গাড়িতেই অসুস্থ ঐন্দ্রিলা পৌঁছন হাওড়ার বেসরকারি হাসপাতালে। এরপর থেকেই চলছে যুদ্ধ। সেই যুদ্ধে সামিল সব্যসাচীও। এর আগে ক্যানসারকে দুবার জয় করেছেন ঐন্দ্রিলা। এই যুদ্ধেও জয়ী হবেন তিনি, প্রত্যয়ী প্রেমিক। শুভকামনা জানাচ্ছেন সকলেই।