Kaushani Mukherjee: প্রয়াত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা, বয়স ৫০-এর কোঠায়

মাত্র ৫০ বছর বয়স পেরিয়েছিল কৌশানীর মায়ের। ফুসফুসে সংক্রমণ, কিডনির সমস্যায় ভুগছিলেন।

Kaushani Mukherjee: প্রয়াত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা, বয়স ৫০-এর কোঠায়
মায়ের সঙ্গে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2021 | 10:08 AM

শনিবারের ভোরটা আসলে ভোর নয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের জীবনে। এই ভোর হওয়ার আগেই তিনি জেনেছেন, তাঁর জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটি চিরতরে হারিয়ে গিয়েছেন। চলে গিয়েছেন না ফেরার দেশে। নিজের মাকে হারিয়েছেন কৌশানী। জীবনের বড়ই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী।

বয়স মাত্র ৫০ পেরিয়েছিল। এটা কি চলে যাওয়ার বয়স? যদিও কিছু মানুষ এই বয়সেই হাত ছেড়ে চলে যান। চলে গেলেন কৌশানীর মা-ও। কীভাবে নিজেকে সামলাবেন অভিনেত্রী? তাঁর প্রেমিক বনি সেনগুপ্ত যদিও রাত থেকেই পাশে রয়েছেন সল্টলেকের বেসরকারি হাসপাতালে, যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানীর মা। সেখানেই গত ২৩ অক্টোবর থেকে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা চলছিল।

বনির মা ইম্পা প্রেসিডেন্ট ও অভিনেত্রী পিয়া সেনগুপ্ত TV9 বাংলাকে বলেছেন, “শারীরিক বেশ কিছু সমস্যা ছিল ওঁর। কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তার উপর ফুসফুসে সংক্রমণও হয়েছিল। সবটা মিলিয়ে মাল্টি অর্গ্যান ফেলিওর। মাঝরাতে মারা গিয়েছেন। এখনও ভাবতে পারছি না হাসিখুশি মানুষটা আর নেই। খুব ভাল মানুষ ছিল।”

আর কৌশানী? পিয়া বললেন, “মেয়েটার কথা ভেবেই আমার বুক কেঁপে উঠছে। এটা কি মাকে হারানোর সময়? কী কাঁদছে জানেন। ওকে কী বলে সামলাব? কী করে ওঁর সামনে গিয়ে দাঁড়াব জানি না?”

পিয়া আরও বলেছেন, দারুণ রান্না করতেন কৌশানীর মা। পারিবারিক বন্ধুত্ব থাকার কারণে তাঁদের মধ্যেও দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। কৌশানীর নয়। তাঁর প্রিয়জনদেরও নয়। এখন কেবলই স্মৃতি আগলে বেঁচে থাকা।

আরও পড়ুন: Ankush Hazra: ‘মৃগয়া’ ছবি থেকে বেরিয়ে গেলেন অঙ্কুশ; বললেন, “সিনেমার পেশাকে কেবল ‘পয়সা তৈরির যন্ত্র’ মনে করি না”