Satyam Bhattacharjee: বল্লভপুরের রাজকুমার এবার জিতের কাছের মানুষ, নতুন ছবি নিয়ে কী বললেন সত্যম?

Bangla Movie: ছবির নাম দেখেই অনুমান করতে পারবেন অনেকেই যে এটা নিপাট এক মজার বাণিজ্যিক ছবি। সেখানেই একগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সত্যম।

Satyam Bhattacharjee: বল্লভপুরের রাজকুমার এবার জিতের কাছের মানুষ, নতুন ছবি নিয়ে কী বললেন সত্যম?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 4:06 PM

সত্যম ভট্টাচার্য, বল্লভপুরের রূপকথা ছবির হাত ধরেই টলিউডে ভাগ্য ফেরে তাঁর। বাংলার দর্শক আবিষ্কার করেছিল নতুন নায়ককে। তবে কেবল ওই চরিত্রতেই থেকে থাকা নয়, এরপর দেবের সঙ্গে ব্যোমকেশ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। সদ্য সেই ছবির কাজ শেষ করেছেন সত্যম। এবার পালা জিতের ছবির ব্যানারের। না, জিতের শেষ কয়েকটি ছবি যেমন অ্যাকশন প্যাক এই ছবি ঠিক তেমনটা নয়। ছবির নাম বুমেরাং। পরিচালনায় রয়েছেন শৌভিক কুন্ডু। ছবির নাম দেখেই অনুমান করতে পারবেন অনেকেই যে এটা নিপাট এক মজার বাণিজ্যিক ছবি। সেখানেই একগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সত্যম। তিনি ছবিতে জিতের ভাইয়ের মতো। বড় চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।

এই নতুন কাজ প্রসঙ্গে TV9 বাংলাকে তিনি বলেন, ‘সদ্য শেষ হয়েছে ব্য়োমকেশের কাজ। তারই মাঝে আসে এই ছবির প্রস্তাব। তবে এটা মজার গল্প হলেও বল্লভপুরের মতো নয়। এখানে মজাটা অন্যস্বাদের। পুরোপুরি একটি বাণিজ্যিক ছবি। আমার চরিত্রটা বলতে গেলে গল্পই অনেকটা বলা হয়ে যাবে। সেটা তো সম্ভব নয়, তবে এটা বলতে পারি, আমি জিতের ভাইয়ের মতো। ছোট থেকেই ওর সঙ্গে সঙ্গে থাকি। তাই একটা সময় যখন একটা বড়সড় গন্ডোগোল ঘটে তখন আমার চরিত্রও সেটার সঙ্গে অনেকটা জড়িয়ে যায়। তারপরই গল্প এক নতুন মোড় নেয়।’

ছবির কাজ শুরু হতে খুব বেশি সময় নেই। জুলাই মাস থেকেই ফ্লোরে নামছে জিতের টিম। জিতের নতুন ছবির খবর সামনে আসতেই ভক্তদের মনে বেশ উত্তেজনা। এই ধরনের মজার ছবিতে বেশ কিছুটা বিরতির পর ফিরছেন তিনি। মাঝে বেশ কয়েকটা ভারী গল্পে কাজ করেছেন অভিনেতা। এবার বাংলা ছবির দর্শকদের কিছুটা হাসি ফিরিয়ে দেওয়ার পালা। ছবির খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান সত্য, শ্যামল চক্রবর্তীর সঙ্গে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ছবির খবর জানান তিনি।