Dipankar Dey Hospitalised: কেবিনে দেওয়া হয়েছে দীপঙ্করকে, রবিবারই ছাড়া হবে, বাড়ি ফেরার জন্য ছটফট করছেন অভিনেতা; জানালেন স্ত্রী দোলন

Dipankar Dey Health Update: শুক্রবার বাড়িতে যখন অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর, ভীষণভাবে ভেঙে পড়েছিলেন দোলন। কান্নাকাটি করেছিলেন স্বামীর অসুস্থতা দেখে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দীপঙ্করের প্যারামিটার্স পরীক্ষা করা হয়। তাঁকে খানিক সুস্থ অবস্থায় দেখে ভোরে বাড়ি ফিরেছিলেন। শনিবার সারাদিন চিকিৎসকেরা দীপঙ্করের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেছেন। রবিবারই তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দোলন। 

Dipankar Dey Hospitalised: কেবিনে দেওয়া হয়েছে দীপঙ্করকে, রবিবারই ছাড়া হবে, বাড়ি ফেরার জন্য ছটফট করছেন অভিনেতা; জানালেন স্ত্রী দোলন
দীপঙ্কর দে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 11:29 AM

শুক্রবার (৩ নভেম্বর, ২০২৩) মধ্যরাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল প্রবীণ বাঙালি অভিনেতা দীপঙ্কর দে’কে। বাড়িতেই হঠাৎ রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করেছিল তাঁর। যাঁকে ডাক্তারি ভাষায় বলা হয়, সুগার ফল কিংবা হাইপোগ্লাইসেমিয়া। প্রচণ্ড ঘাম হতে শুরু করে অভিনেতার। ভীষণ অসুস্থ হয়ে পড়েন। একটুও সময় নষ্ট না করে তাঁকে এইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন তাঁর স্ত্রী অভিনেত্রী দোলন রায়। প্রথমেই আইসিইউতে নিয়ে যাওয়া হয়। রবিবার TV9 বাংলাকে দোলন স্বস্তির সঙ্গে বলেছেন, “আমার স্বামী এখন অনেকটাই ভাল আছেন। ওকে কেবিনে দিয়ে দিয়েছে। গতকাল সারারাত আমি ওঁর সঙ্গে হাসপাতালেই ছিলাম। আজই হয়তো ছেড়ে দেবে। আজ রবিবার। হাসপাতালের অর্ধেক স্টাফ নেই। তাই হয়তো ডিসচার্জ পেতে দেরি হবে। বাড়ি যাওয়ার জন্য ছটফট করছেন দীপঙ্কর…”

শুক্রবার বাড়িতে যখন অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর, ভীষণভাবে ভেঙে পড়েছিলেন দোলন। কান্নাকাটি করেছিলেন স্বামীর অসুস্থতা দেখে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দীপঙ্করের প্যারামিটার্স পরীক্ষা করা হয়। তাঁকে খানিক সুস্থ অবস্থায় দেখে ভোরে বাড়ি ফিরেছিলেন। শনিবার সারাদিন চিকিৎসকেরা দীপঙ্করের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেছেন। রবিবারই তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দোলন।

কিছুদিন আগেই স্ত্রীর হাত ধরে বাংলা ছবি ‘রক্তবীজ’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন দীপঙ্কর। পুজোর সময় বাড়িতেই ছিলেন তিনি। দোলন তাঁকে নানা ধরনের পদ রান্না করে খাইয়েছিলেন। তারপর এই অসুস্থতা। স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন দোলন। বলেছেন, “আমার স্বামীর জন্য যাঁরা প্রার্থনা করছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাতে চাই।”