Rituparna-Prosenjit: পর্দায় রসায়ন অটুট, হাফ সেঞ্চুরিতে আবারও কাছাকাছি ঋতুপর্ণা-প্রসেনজিৎ

Tollywood Movie: খবর প্রকাশ্যে এসেছিল আগেই। এবার সেই খবরে সিলমোহর দিয়ে ছবির কাজে হাত দিলেন টিম। সূত্রের খবর ৬ নভেম্বর থেকেই ছবির কাজ শুরু হওয়ার কথা। ২০১৬ সালে সকলকে তাক লাগিয়ে এক ফ্রেমে ফিরেছিলেন তাঁরা, প্রাক্তন। সেই ছবিও হিট।

Rituparna-Prosenjit: পর্দায় রসায়ন অটুট, হাফ সেঞ্চুরিতে আবারও কাছাকাছি ঋতুপর্ণা-প্রসেনজিৎ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 1:04 PM

ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, একে অন্যের সঙ্গে ছবির সফর শুরু করেছিলেন ৯০ দশকের মাঝামাঝি। যদিও তাঁদের মধ্যে বাস্তবে সম্পর্কের সমীকরণ কখনও নরম কখনও গরম থাকলেও, পর্দায় তাঁরা যতবার এক হয়েছেন, দর্শক পয়েছেন এক হিট ছবি। বর্তমানে সেই সমীকরণেই আজও মজে বাংলা সিনেমাপাড়া। উত্তম সুচিত্রার কালজয়ী জুটির পর কত এসেছে, কত গিয়েছে, কিন্তু ঋতুপর্ণা-প্রসেনজিৎ হতে পেরেছেন কি কেউ? তাঁরা আজও বাঙালির কাছে আবেগ। তাঁরা পর্দায় মানেই এক অন্যসুরে বাঁধা ছবি। আর এবার সেই সুর বাঁধছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রথম ছবি থেকেই সুপারহিট জুটির তকমা পাওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণাকে নিয়ে এবার তাঁর নতুন ছবির সফর শুরু।

খবর প্রকাশ্যে এসেছিল আগেই। এবার সেই খবরে সিলমোহর দিয়ে ছবির কাজে হাত দিলেন টিম। সূত্রের খবর ৬ নভেম্বর থেকেই ছবির কাজ শুরু হওয়ার কথা। ২০১৬ সালে সকলকে তাক লাগিয়ে এক ফ্রেমে ফিরেছিলেন তাঁরা, প্রাক্তন। সেই ছবিও হিট। তারপর দৃষ্টিকোণ, সেই কৌশিক গঙ্গোপাধ্যায়ই এবার এই জুটি নিয়ে নতুন গল্পের কাছে হাত দিলেন। চমক এখানেই শেষ নয়, এই ছবি হচ্ছে জুটির হাফ সেঞ্চুরি। তাঁদের ৫০ তম ছবি। ফলে ছবির কাজ নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন এই সুখবর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শেয়ার করলেন একটি ছবিও। লিখলেন, “নতুন কাজ …নতুন টিম…পুরনো বন্ধু।” ফলে ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। সকলের নজরের কেন্দ্রে এখন জুটির নতুন ছবি। আবারও পর্দায় ফিরবে সেই নস্ট্যালজিয়া। যদিও চরিত্র বা তার বিস্তারিত তথ্য সম্পর্কে এখনও পর্যন্ত মুখ খোলেননি টিমের কোনও সদস্যই।