Tollywood Gossip: ১০ মিনিটে ঘনিষ্ঠ ছবি ডিলিট! তাতেও সবটা ফাঁস শোভন-সোহিনীর

Tollywood Gossip: কাঁধে কাঁধ, চওড়া হাসি, দু'দিন আগেই নিজের সমাজমাধ্যম থেকে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে 'ব্যক্তিগত' ছবি পোস্ট করে ফেলেছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। মাত্র ১৫ মিনিট ছিল সেই ছবি স্থায়িত্বকাল। এর পরেই তা আর ফেসবুকে দেখা যায়নি।

Tollywood Gossip: ১০ মিনিটে ঘনিষ্ঠ ছবি ডিলিট! তাতেও সবটা ফাঁস শোভন-সোহিনীর
সোহিনী-শোভন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 4:27 PM

কাঁধে কাঁধ, চওড়া হাসি, দু’দিন আগেই নিজের সমাজমাধ্যম থেকে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে ‘ব্যক্তিগত’ ছবি পোস্ট করে ফেলেছিলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। মাত্র ১৫ মিনিট ছিল সেই ছবি স্থায়িত্বকাল। এর পরেই তা আর ফেসবুকে দেখা যায়নি। নেটিজেনদের ধারণা মুছে দেন শোভনই। কিন্তু মুছে দিলেন কি ‘সত্যি’ লুকোনো গেল? সামাজিক মাধ্যমে ছড়িয়ে থাকা ‘ব্যোমকেশ-ফেলুদারা’ ব্যাপারটা ‘কাল্টিভেট’ করে ফেললেন অনায়াসেই। অসতর্কতা বশে শেয়ার করা নতুন ছবিই বুঝিয়ে দিল একসঙ্গেই ঘুরতে গিয়েছেন দু’জনে। চার দিন আগে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন সোহিনী। সেই ছবিতেই দেখা যাচ্ছিল পড়ন্ত সূর্যের আলো গায়ে মাখছেন তিনি, চারিদিকে সবুজের আভা।

ও দিকে শোভনও গতকাল অর্থাৎ শনিবার শেয়ার করেছেন অনুরূপ ব্যাকগ্রাউন্ডের এক ছবি। আর যা দেখে নেটিজেনদের প্রায় সকলেই এক প্রকার নিশ্চিত একসঙ্গেই ঘুরতে গিয়েছিলেন দু’জনে। খানিক অসতর্কতার বশেই কি এক ব্যাকগ্রাউন্ডের ছবি শেয়ার? নাকি একবারে না বলে এভাবেই অল্প অল্প করে নিজেদের প্রেমে শিলমোহর দিচ্ছেন দু’জনে? এর আগে যে গলা জড়ানো ছবি শেয়ার করেছিলেন শোভন, তাতে সোহিনীকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন, “আমার শেষের সব কিছু”। কোথাও গিয়ে দাবি করেছিলেন, আগে নানা সম্পর্কে জড়ালেও এই বারই শেষ। সত্যিই কি তাই? সে উত্তর যদিও রয়েছে সময়ের হাতে।

মিল খুঁজে পেলেন?