Subhashree Ganguly: ‘বোটক্স আর ঠোঁট-সার্জারিতে কদাকার’! ৩৩ ছুঁতেই ‘প্লাস্টিক-কুইন’ তকমা শুভশ্রীকে
Subhashree Ganguly: বোটক্স ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রিতে নতুন নয়! খোদ মাধুরী দীক্ষিত অথবা ঐশ্বর্যা রাই বচ্চন সম্পর্কেও রয়েছে এ হেন রটনা। গুঞ্জন মুখের তারুণ্যকে ধরে রাখতে বা চামড়া টানটান করতে তাঁরা নাকি বোটক্সের শরণাপন্ন হয়েছেন! সেই তালিকায় কি এবার নাম লেখালেন টলিপাড়ার প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও?
বোটক্স ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রিতে নতুন নয়! খোদ মাধুরী দীক্ষিত অথবা ঐশ্বর্যা রাই বচ্চন সম্পর্কেও রয়েছে এ হেন রটনা। গুঞ্জন মুখের তারুণ্যকে ধরে রাখতে বা চামড়া টানটান করতে তাঁরা নাকি বোটক্সের শরণাপন্ন হয়েছেন! সেই তালিকায় কি এবার নাম লেখালেন টলিপাড়ার প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও? নেটিজেনদের প্রায় সকলেরই ধারণা কিন্তু এমনটাই। সদ্য গিয়েছে শুভশ্রীর ৩৩ বছরের জন্মদিন। তিনি অন্তঃসত্ত্বা। তাই ঘরোয়া ভাবেই জন্মদিন পালিত হয়েছে তাঁর। কাছের কিছু বন্ধু, ইউভান আর রাজ চক্রবর্তীকে নিয়ে কেক কেটেছিলেন নায়িকা। পরেছিল নীল রঙের ভেলেভেটের এক পোশাক। নায়িকা ছবি দিতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মারাত্মক ট্রোলিং। তাঁদের সকলেরই প্রায় অভিযোগ, মুখ ঠিক রাখার জন্য বোটক্স ও ঠোঁট পুরু দেখানোর জন্য লিপ সার্জারি বা লিপ জব করিয়েছেন তিনি। সত্যিই কি তাই?
শুভশ্রী মোটে ৩৩। সাধারণত বোটক্স বা ওই ধরণের কসমেটিক সার্জারি করা হয় ৪০ পেরলে। তাই তাঁর ভক্তদের পাল্টা যুক্তি, “শুভশ্রী মা হবেন। তাই ওজন বেড়েছে। সেই কারণের গালগুলো ফুলে উঠেছে।” তাঁদের দাবি, কোনও অস্ত্রোপচার হয়নি। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে শুভশ্রী বোটক্স নিয়ে মুখ খুলেছেন। প্রশ্ন করতেই বলেছেন, “যদি করিয়েও থাকি, কার কী এসে যায়”? ফোলা ঠোঁটের স্বপক্ষেও যুক্তি দিতে দেখা গিয়েছে তাঁকে। কিছু দিন পরেই মা হবেন, তাই নেতিবাচকতাকে পাশ থেকে দূরে সরিয়ে রাখাই শ্রেয় বলে মনে করছেন নায়িকা। গানেই তো আছে, ‘কিছু তো লোগ কহেঙ্গে’।
View this post on Instagram