Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dev: দেবের নায়িকা হতে গেলে কোন তিনটে শর্ত না মানলেই নয়?

Dev: 'প্রধান'-এর শুট চলছে। জ্বরটর নিয়ে দেব চালিয়ে যাচ্ছিলেন শুট। মাঝে মাত্র এক দিনের ঝটিকা সফরে তিনি হাজির হয়েছিলেন কলকাতায়। পুজোয় আসবে 'বাঘাযতীন'।

Dev: দেবের নায়িকা হতে গেলে কোন তিনটে শর্ত না মানলেই নয়?
দেব
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 11:42 AM

 

‘প্রধান’-এর শুট চলছে। জ্বরটর নিয়ে দেব চালিয়ে যাচ্ছিলেন শুট। মাঝে মাত্র এক দিনের ঝটিকা সফরে তিনি হাজির হয়েছিলেন কলকাতায়। পুজোয় আসবে ‘বাঘাযতীন’। তাঁরই টিজার লঞ্চে তিনি না থাকলে হয়! রাজকীয় এন্ট্রি হল তাঁর। সঙ্গে আবার নতুন হিরোইন সৃজা দত্ত। পরপর তিনটে ছবিতে নতুন হিরোইন নিয়ে কাজ? কোন স্ট্র্যাটেজি মেনে এ হেন সিদ্ধান্ত তাঁর? দেব বললেন, “এখন তো খুব কন্টেন্ট নির্ভর ছবি হচ্ছে। তাই আমাদের গিয়ে মনে হয়েছে কোথাও গিয়ে এই মেয়েটাকেই দরকার। আমাদের মনে হয়েছিল এই চরিত্রের জন্য এরকম একটা লুক দরকার।”

আর তাঁর নায়িকা হতে চাইলে, কী শর্ত রয়েছে, যা না মানলেই নয়? একটু হেসে নায়ক যোগ করলেন, “অন্য রকমের ছবি হচ্ছে সব। তাই ওভাবে শর্ত দেওয়া যায় না। তাই আজকে বলাটা ডিফিকাল্ট যে আমি আমার পরবর্তী ছবিতে কেমন নায়িকা খুঁজছি।” রীতিমতো অডিশন দিয়ে এই ছবি মিলেছিল সৃজার। পুরো ব্যাপারটাই যেন স্বপ্নের মতো লাগছে এই কলেজ পড়ুয়ার। প্রায় ৯২ জন চরিত্র রয়েছে গোটা ছবিতে। শুধু কি তাই? ক্ষুদিরাম বসু থেকে শুরু করে চারুচন্দ্র– এই সবাইকে খুঁজে বের করা সহজ ছিল না। এই পুরো কাজটাই একা হাতে সামলেছেন দেব ও তাঁর টিম। পুজোয় মুক্তি পাবে তাঁর ছবি। দর্শকের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।