Ditipriya Roy: প্রস্তাব পেলে কি রাজনীতিতে যোগ দেবেন দিতিপ্রিয়া? কোন দল, জানালেন সবটাই

Tollywood Inside: শেষে ঠিক কী পরিণতি ঘটে, কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন দিতিপ্রিয়া, তা সিরিজের পরতে-পরতে জড়িয়ে। বর্তমানে নিজের সেই সিরিজের প্রচারেই ব্যস্ত রয়েছেন তিনি।

Ditipriya Roy: প্রস্তাব পেলে কি রাজনীতিতে যোগ দেবেন দিতিপ্রিয়া? কোন দল, জানালেন সবটাই
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 3:52 PM

দিতিপ্রিয়া রায়, বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছেন সিনেপাড়া। বড়পর্দা থেকে শুরু করে ওটিটি সিরিজ, একের পর এক ভাল কাজ করে তিনি সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। তবে এবার কী পালা রাজনীতিতে যোগ দেওয়ার। সদ্য এই বিষয় নিজের মতামত জানালেন দিতিপ্রিয়া রায়। বাংলার বুকে রাজনীতিতে যোগ দিয়েছেন বহু তারকাই। তারকা প্রার্থীর তালিকা নেহাতই কম থাকে না ভোট মপশুমে। এবার সামনে এলো দিতিপ্রিয়া প্রসঙ্গ। সদ্য এক র়্যাপিড ফায়ার রাউন্ডে দিতিপ্রিয়া জানালেন, তিনি রাজনীতিতে আসার বিষয় এখনও কিছু ভাবেননি। এখনও পর্যন্ত তাঁর তেমন কোনও পরিকল্পনা নেই। আর পরিকল্পনা নেই বলেই তিনি এখন দল প্রসঙ্গেও কোনও সিদ্ধান্ত নেননি। তবে তাঁর সদ্য মুক্তি পাওয়া ওটিটি সিরিজ রাজনীতিতে তিনি রীতিমত পার্টি করছেন।

চরিত্রের নাম রাশি। সেখানে তিনি নিজের অজান্তেই কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, নিজেও জানতে পারেননি। বুঝতেও পারেননি। তার সম্পর্ককে শেষ করে দিতে যে খেলায় মেতেছিল তাঁর বাবা (সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়), তারই শিকার হতে হয় গোটা পরিবারকে। শেষে ঠিক কী পরিণতি ঘটে, কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন দিতিপ্রিয়া, তা সিরিজের পরতে-পরতে জড়িয়ে। বর্তমানে নিজের সেই সিরিজের প্রচারেই ব্যস্ত রয়েছেন তিনি।

তবে বেশ কিছুদিন ধরে ক্রাশের নাম প্রকাশ্যে এনেও রীতিমত সকলের নজর কেড়েছেন দিতিপ্রিয়া। শুভমন গিল টিনএজ তরুণীদের কাছে এখন বড় ক্রাশ। তাঁর উপর ক্রাশ হয়নি এমন তরুণী মেলা দায়। কিছুদিন আগেই জানা যায় বাংলার নায়িকাও শুভমনের প্রেমে বুঁদ? কে তিনি? তিনি আর কেউ নন, দিতিপ্রিয়া রায়। একবার টিভিনাইনকে দেওয়াই এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছিলেন তাঁর ক্রাশ হলেন গিল। যদিও একই সঙ্গে জানিয়েছিলেন ভাল লাগে রবার্ট প্যাটিনসনকেও।

View this post on Instagram

A post shared by Ishq FM (@ishq.fm)