অরুণাচল প্রদেশের অগ্নিদগ্ধদের ত্রাণ তহবিলে ১ লাখ টাকা দিলেন বরুণ ধাওয়ান

‘ভেড়িয়া’-র গোটা টিম শুটিং করছিল অরুণাচল প্রদেশে। শুটিং চলাকালীনই তিরাপ জেলার একটি গ্রামে বিধ্বংসী আগুন লাগে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়।

অরুণাচল প্রদেশের অগ্নিদগ্ধদের ত্রাণ তহবিলে ১ লাখ টাকা দিলেন বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ান
Follow Us:
| Updated on: Apr 06, 2021 | 2:06 PM

সম্প্রতি অরুণাচল প্রদেশে ‘ভেড়িয়া’-র শুটিং করছিলেন বরুণ ধাওয়ান। সেই সময় অরুণাচল প্রদেশের তিরাপ জেলার একটি গ্রামে বিধ্বংসী আগুন লাগে। বহু মাটির বাড়ি পুড়ে যায়। গ্রামের মানুষের অনেকেই অগ্নিদগ্ধ হন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বরুণ ধাওয়ান অগ্নিদগ্ধদের ত্রাণ তহবিলে ১ লাখ টাকা দিলেন। বরুণ অবশ্য একা নন, তাঁর স্ত্রী নাতাশাও এই দানের সঙ্গী হয়েছেন।

গত মাসেই তিরাপ জেলার ওই গ্রামকে আগুনের লেলিহান শিখা ছাড়খাড় করে দেয়। সেই সময় ‘ভেড়িয়া’-র গোটা টিম শুটিং করছিল অরুণাচল প্রদেশে। প্রযোজক দিনেশ বিজনের হরর-সিরিজের অন্তর্গত এই ‘ভেড়িয়া’। পরিচালনা করছেন অমর কৌশিক। ছবিতে বরুণের বিপরীতে আছেন কৃতি শ্যানন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শুটিংয়ে বরুণের সঙ্গে গিয়েছিলেন তাঁর স্ত্রী নাতাশাও। শুটিং চলাকালীনই গ্রামে এই বিধ্বংসী আগুন লাগে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অগ্নিদগ্ধদের ত্রাণ তহবিলে ১ লাখ টাকা দান করেন বরুণ ধাওয়ান এবং তাঁর স্ত্রী নাতাশা। স্বাভাবিকভাবেই খুশি গ্রামের মানুষরা। বরুণদের এই সাহায্যে উপকৃত হয়েছেন বহু অগ্নিদগ্ধ মানুষ। তাঁরাও বরুণ-নাতাশাকে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জানান। গ্রামের মানুষ সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। ছবিতে দেখা যায় অরুণাচল প্রদেশের নিজস্ব পোশাক পরে বরুণ এবং নাতাশা সেই সম্বর্ধনা অনুষ্ঠানে গিয়েছেন।

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

প্রসঙ্গত উল্লেখযোগ্য,বরুণ এবং নাতাশা বিয়ে করেন এই বছরের জানুয়ারিতেই। তাঁরা বেশ সুখী দম্পতি। বরুণ সম্প্রতি শেষ করেছেন ‘যুগ যুগ জিও’-র শুটিং। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন কিয়ারা আডবাণী। এরপর পরিচালক শ্রীরাম রাঘবনের ‘স্যাঙ্কি’-তে অভিনয় করবেন তিনি।

আরও পড়ুন :শুটিংয়ের সময় আহত হলেন সিদ্ধার্থ মালহোত্রা