বিয়ের পর অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বরুণ?
বিয়ে সেরেই সদ্য মুম্বই ফিরেছেন তাঁরা। আর ফিরেই অনুরাগীদের জন্য বার্তা দিলেন অভিনেতা।
আরব সাগরের তীরে আলিবাগে বসেছিল বিয়ের আসর। বলিউডের প্রথম হেভিওয়েট বিয়ে। পাত্র বরুণ ধওয়ন এবং পাত্রী নাতাশা দালাল। সেই বিয়ে সেরেই সদ্য মুম্বই ফিরেছেন তাঁরা। আর ফিরেই অনুরাগীদের জন্য বার্তা দিলেন অভিনেতা।
বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠান হয় রবিবার, ২৪ জানুয়ারী। এ দিন বুধবার টুইট করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বলিউডের ‘হাম্পটি শর্মা’ লেখেন, “আমি এবং নাতাশা শেষ কিছুদিন সবার থেকে অনেকটা ভালবাসা এবং ইতিবাচক মন্তব্য পেয়েছি। তাই মন থেকে সকলকে ধন্যবাদ জানাতে চাই।” অভিনেতার শুভেচ্ছাবার্তায় আপ্লুত তাঁর ভক্তকুলও। একজন লেখেন, “ধন্যবাদের প্রয়োজন নেই। তুমি এমনিই সেরা অভিনেতা।” আরেক জন আবার কমেন্টে লেখেন, “ লাভ ইউ ভিকে। খুশ রাহেনা হামেশা (তোমায় খুব ভালবাসি। সবসময় খুশি থেকো।)”
The last few days me and natasha have received so much love and positivity from everyone so just wanted to thank everyone from the bottom of my heart ?
— VarunDhawan (@Varun_dvn) January 27, 2021
দীর্ঘ প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বরুণ-নাতাশা। বিয়ের অনুষ্ঠান হয়েছিল একেবারেই ব্যক্তিগত পরিসরের মধ্যে। দুই পরিবারের ঘনিষ্ঠ এবং সামান্য কয়েকজন বন্ধুবান্ধব আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। পরিচালক করণ জোহর, কুনাল কোহলি, ফ্যাশন ডিজাইনার মণিশ মালহোত্রসহ সেলেব্রিটি ছিলেন বিয়ের অনুষ্ঠানে।
ওই দিন রাতে বরুণ নিজেই তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লেখেন, “আজীবন প্রেম আজ আইনি তকমা পেল।” বরুণ-নাতাশার নতুন জীবনের উদ্দেশ্যে তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুদের থেকেও উড়ে এসেছিল শুভেচ্ছা বার্তা। সদ্য মা হয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি লেখেন, “বরুণ-নাতাশাকে শুভেচ্ছা।” দীপিকা পাডুকোন লেখেন, “সারাজীবন যেন তোমরা এভাবেই ভালবেসে একসঙ্গে থাকতে পারো, এই শুভেচ্ছা জানাই”। শাহিদ কাপুর আবার একটু মজা করে শুভেচ্ছা বার্তা দেন। লেখেন, “ তোমাদের বিবাহিত জীবন সুখের হোক। জীবনের অন্ধকারে প্রবেশ করার জন্য সু-স্বাগতম।”