কেমন করে জীবনটাকে বাঁচতে চান?সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন ক্যাটরিনা কাইফ
সম্প্রতি ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে লিখেছেন উনি কেমন করে জীবনটাকে বাঁচতে চান?
সম্প্রতি ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে লিখেছেন উনি কেমন করে জীবনটাকে বাঁচতে চান? পোস্টটিতে দেখা যাচ্ছে শরীর–আঁকড়ানো হলুদ–গোলাপি মিশেল একটা জামা পরেছেন ‘চিকনি চামেলি’ হিরোইন। পায়ে আকাশি রঙের জুতো। ক্যাটরিনার অ্যাপিলে ঝরে পড়ছে সমস্ত বাঁধভাঙা ‘ইচ্ছে’। দাঁড়ানোর ভঙ্গিমায় ফুটে উঠেছে আত্মবিশ্বাস।
View this post on Instagram
আত্মবিশ্বাস ক্যাটরিনার অন্য নাম। একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। কী নাচে, কী অভিনয়ে, কী ফ্যাশনে—সবেতেই লা–জবাব ক্যাটরিনা। গত বছর তিনি নিজের বিউটি ব্র্যান্ড ‘কে বাই ক্যাটরিনা’ লঞ্চ করেছেন। নিজের ‘লিগ্যাসি’কে এইভাবে ব্যক্ত করেছেন নায়িকা “ আমার লিগ্যাসি কীভাবে আমি আমার জীবনটাকে বাঁচতে চাই। একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা নিয়ে বার বার নিজেকেই আমি জিজ্ঞেস করি কতটুকু ফেরৎ দিতে পারছি এই সমাজকে? আমি বিউটি ব্র্যান্ডটা তৈরি করেছি প্রত্যেক মহিলার সঙ্গে সেলিব্রেট করব বলে। তারা জানবে আমার স্ট্রাগল, আর যারা স্ট্রাগল করছে তারা বুঝবে তারা একা নন।”
আরও পড়ুন:বিয়ের পর অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন বরুণ?
ক্যাটরিনার শেষ ছবি আলি আব্বাস জফরের ‘ভারত’। ওঁর বিপরীতে ছিলেন সলমন খান। আরও অনেকগুলো ছবি পাইপ লাইনে। অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চর্তুবেদির সঙ্গে ‘ফোন বুথ’। ছবিগুলো এই বছরেই রিলিজ করবে।