সাই-ফাই অশ্বথামা! নীলচে পোস্টার পোস্ট করলেন ভিকি কৌশল

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২-এ মুক্তি পাবে ‘দ্য ইমর্টাল অশ্বথামা’।

সাই-ফাই অশ্বথামা! নীলচে পোস্টার পোস্ট করলেন ভিকি কৌশল
ভিকি কৌশল।
Follow Us:
| Updated on: Jan 18, 2021 | 11:43 AM

বলিউডের ‘ডার্ক হর্স’ তিনি। স্লো এবং স্টেডি। এবং শেষমেশ তিনিই হিট। সুপারডুপার হিট। ভিকি কৌশল (Vicky Kaushal)। ইনস্টা ফ্যান ফলোয়ারের সংখ্যা ৮.৯ মিলিয়ন!

আজ থেকে ঠিক দু’বছর আগে মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ব্লকবাস্টার হিট ‘উরি: দ্য সার্জিকাল স্টাইক’। এবং তার উদযাপনে ভিকি নিজের টুইটারে হ্যান্ডেলে পোস্ট করলেন তাঁর আসন্ন ছবি ‘দ্য ইমর্টাল অশ্বথামা’-র পোস্টার। তাও একটা নয় দু’-দু’টো পোস্টার। পোস্টারের লুকে যা বোঝা যাচ্ছে তা হলে একেবারে সায়েন্টিফিক ফিকশন ছবি হতে চলেছে ‘দ্য ইমর্টাল অশ্বথামা’। শুধু সাই-ফাই ছবি বললেও খুব কম বলা হবে। ‘মহাভারত’-এর চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠবে এই সাই-ফাই ছবি।

ছবির পরিচালক আদিত্য ধর। যিনি এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্টাইক’-এর মতো ছবি দর্শককে উপহার দিয়েছে। ভিকি নিজে বলছেন ‘দ্য ইমর্টাল অশ্বথামা’ তাঁর জীবনের শ্রেষ্ঠ ছবি হতে চলেছে।

ভিকি ছবি প্রসঙ্গে বলেন, “‘অশ্বত্থামা’ আদিত্যর (পরিচালক) ড্রিম প্রোজেক্ট এবং দর্শকদের কাছে এই ছবি পৌঁছনোর দায়িত্ব রনির (প্রযোজক) মতো কল্পনাপ্রবণ মানুষ নিয়েছেন। আমার কাছে অভিনেতা হিসেবে অনেকটা জায়গা করে দেবে এ ছবি। অভিনয়ের পাশাপাশি নতুন প্রযুক্তির এক দিকও আবিষ্কার করতে পারব। দুর্দান্ত এক টিমের সঙ্গে কাজ করার জন্য শুধু অপেক্ষা করছি।”

ছবির পোস্টারে দেখা যাচ্ছে বিরাট রোবটের আঙুলের ডগায় দাঁড়িয়ে আছে একজন। হাওয়ায় উড়ছেতাঁর চুল ও পোশাক। হাতে রয়েছে এক অস্ত্র যার থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে।

দ্বিতীয় পোস্টারে দেখা এক বিরাট শিবমূর্তির সামনে হাতে সেই এক অস্ত্র হাতে দাঁড়িয়ে একজন। অস্ত্র থেকে বেরোচ্ছে চোখে ধাঁধানো  নীলচে আভা।