বিজয় দেবেরাকোন্ডার গাড়ি দুর্ঘটনা, কেমন আছেন অভিনেতা?
অভিনেতা বিজয় দেবরাকোন্ডা সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনার শিকার হন, যার পর সোমবার সন্ধ্যায় তিনি প্রথমবার নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা দেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, অভিনেতা অন্ধ্রপ্রদেশের জগুলাম্বা গাদওয়ালা জেলার উন্ডাভল্লি এলাকায় এক দুর্ঘটনার মধ্যে পড়েন, তবে তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান।

অভিনেতা বিজয় দেবরাকোন্ডা সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনার শিকার হন, যার পর সোমবার সন্ধ্যায় তিনি প্রথমবার নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা দেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল, অভিনেতা অন্ধ্রপ্রদেশের জগুলাম্বা গাদওয়ালা জেলার উন্ডাভল্লি এলাকায় এক দুর্ঘটনার মধ্যে পড়েন, তবে তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান।
সোমবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে বিজয় লেখেন, ”সব ঠিক আছে। গাড়িতে একটু ধাক্কা লেগেছে, তবে আমরা সবাই একদম ভালো আছি। জিমে গিয়ে স্ট্রেন্থ ওয়ার্কআউট করলাম এবং বাড়ি ফিরে এলাম। মাথা ব্যথা করছে, কিন্তু এক প্লেট বিরিয়ানি আর ঘুমেই সেটা ঠিক হয়ে যাবে। তাই তোমাদের সকলকে একটা হাগ আর অনেক ভালোবাসা। খবর দেখে দুশ্চিন্তা করো না।” এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, কিন্তু তিনি কোনওরকম আঘাত ছাড়াই রক্ষা পান।
দুর্ঘটনার পর বিজয়কে তাঁর পরিবারসহ পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহা সমাধিতে দর্শনে যেতে দেখা যায়। এই সফর ঘটে ঠিক সেই সময়ে, যখন তাঁর ও অভিনেত্রী রাশ্মিকা মন্দানার বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত বিজয় বা রাশ্মিকা কেউই তাঁদের বাগদানের বিষয়ে কিছু ঘোষণা করেননি। এক ভিডিওতে দেখা যায়, বিজয়ের সঙ্গে ছিলেন তাঁর ভাই অভিনেতা আনন্দ দেবরাকোন্ডা এবং তাঁদের বাবা-মা গোবর্ধন রাও ও মাধবী। পুট্টাপার্থির মন্দির কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান, ফুলের তোড়া ও সত্য সাই বাবার একটি ছবি উপহার দেন। ভিডিওতে ভক্তদের চোখে পড়ে বিজয়ের বাগদানের আংটি, যা নিয়ে আরও চর্চা শুরু হয়েছে।
বিজয় ও রাশ্মিকার সম্পর্ক নিয়ে গুজব শুরু হয় ২০১৮ সালের হিট ছবি ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজ করার পর থেকে। এরপর তাঁরা ‘ডিয়ার কমরেড’-এ জুটি বাঁধেন। ২০২৩ সালে, তাঁদের মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়—যদিও আলাদা আলাদা ছবি পোস্ট করলেও অনুরাগীরা বুঝে ফেলেন যে তাঁরা একসঙ্গে ছিলেন।
