অনুষ্কা শর্মার অনুপ্রেরণায় কোন কাজ করলেন বিরাট কোহলি?

রাস্তার কুকুর, বেড়ালদের প্রতি হিংসার ঘটনার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন অনুষ্কা। সে কাজে বরাবর পাশে পেয়েছেন বিরাটকে। এ বার প্রত্যক্ষভাবেই এগিয়ে এলেন বিরাট।

অনুষ্কা শর্মার অনুপ্রেরণায় কোন কাজ করলেন বিরাট কোহলি?
দম্পতি।
Follow Us:
| Updated on: Apr 05, 2021 | 12:14 PM

বলিউডে (bollywood) যে সব অভিনেত্রীর পোষ্য প্রেম রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম অনুষ্কা শর্মা (Anushka Sharma)। তাঁর বাড়িতে পোষ্য রয়েছে। পোষ্যকে সন্তানস্নেহে পালন করেন তিনি। শুধুমাত্র নিজের পোষ্যের ক্ষেত্রেই নয়। রাস্তার কুকুর, বেড়ালের প্রতিও সমান যত্ন রয়েছেন তাঁর। এ বার সেই কাজে এগিয়ে এলেন বিরাট কোহলিও (Virat Kohli)।

রাস্তার কুকুর, বেড়ালদের প্রতি হিংসার ঘটনার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন অনুষ্কা। সে কাজে বরাবর পাশে পেয়েছেন বিরাটকে। এ বার প্রত্যক্ষভাবেই এগিয়ে এলেন বিরাট। মুম্বইয়ের রাস্তার প্রাণীদের জন্য অ্যানিম্যাল ওয়েলফেয়ার শেল্টার তৈরির কাজে তিনি সক্রিয় ভূমিকা নিলেন।

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট জানিয়েছেন, এই কাজে এনজিও-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তাঁর ফাউন্ডেশন। তিনি আরও জানান, রাস্তার প্রাণীদের প্রতি অনুষ্কার যত্ন তাঁকে এই কাজে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। বিরাট লিখেছেন, ‘আমি অনুষ্কাকে ধন্যবাদ জানাব। অ্যানিম্যাল রাইটসের প্রতি ওর যে প্যাশন সেটাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আশা করি আমাদের শহরের রাস্তার কুকুর, বেড়ালদের সাহায্য করার সুযোগ পাব।’

আরও পড়ুন, কাঞ্চনের প্রচারে ‘কৃষ্ণকলি’র শ্যামা, রাধারানি সহ টেলি তারকারা

একরত্তি ভামিকাকে নিয়ে এখন সময় কাটছে দম্পতির। ভারত-ইংল্যান্ড ওয়ান ডে টুর্নামেন্টেও মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁরা। বিমানবন্দরে মেয়েকে ক্যামেরা থেকে আড়াল করতেই ঢেকে নিয়ে গিয়েছিলেন অনুষ্কা। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনুষ্কাও ধীরে ধীরে কাজে ফিরছেন। মেয়ে তাঁদের প্রায়োরিটি। কিন্তু মেয়েকে সামলে যে যাঁর পেশাগত দায়িত্ব পালনে ফিরছেন। তবে ছোট থেকেই ভামিকার মধ্যেও যাতে পোষ্যের প্রতি যত্নের মনোভাব তৈরি হয়, সেদিকে নজর রাখবেন তাঁরা।