ভিডিয়োবার্তায় বিরুষ্কার সন্তানকে স্বাগত জানাল পরিবার

এত দিনের এত প্রতীক্ষার অবশেষে অবসান ঘটেছে।

ভিডিয়োবার্তায় বিরুষ্কার সন্তানকে স্বাগত জানাল পরিবার
খুশির জোয়ার পরিবারে।
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 10:06 PM

জন্মেই পরিবারের আনন্দের প্রধান কারণ হয়ে গিয়েছে সে। তার আগমনে বাবা-মা তো বটেই জেঠু, পিসি পরিবারের অন্যান্য সদস্যরাও আত্মহারা। এত দিনের এত প্রতীক্ষার অবশেষে অবসান ঘটেছে। কথা হচ্ছেন বিরাট-অনুষ্কার কন্যা সন্তানের। বিরাটের দাদা বিকাশ কোহলি শেয়ার করেছেন ছোট্ট একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে সদ্যোজাত-র দুটি পা।

পু, সিম্বারা স্বাগত জানাচ্ছে সেই সদ্যোজাতকে। তবে সেই পা বিয়াট অনুষ্কার সদ্যোজাত’র কিনা তা লেখেননি বিকাশ। অন্যদিকে পিসি ভাবনাও আনন্দে মশগুল। তিনি লিখেছেন, “কন্যা সন্তান আশীর্বাদ। স্বর্গ থেকে পাওয়া উপহার। ছোট্ট এঞ্জেল এসেছে পরিবারে।” আর ‘বাবা কোহালি’? তিনি জানিয়েছেন, মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।

View this post on Instagram

A post shared by Vikas Kohli (@vk0681)

সোমবারের বিকেল। ঘড়ির কাঁটায় তখন প্রায় সাড়ে চার। আচমকাই টুইটারে ভেসে আসে বার্তা। বার্তা দিয়েছিলেন বিরাট নিজেই। জানিয়েছিলেন বাবা হয়েছেন তিনি। মা হয়েছেন অনুষ্কা। ঘরে এসেছে কন্যাসন্তান। তার পর থেকেই অসংখ্য শুভেচ্ছা বার্তা, ভালবাসায় ভরে গিয়েছে তাঁদের সোশ্যাল মিডিয়া। নতুন বাবা-মা’কে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটমহল, সিনেমাজগৎ থেকে শুরু করে আমজনতা। সচিন তেন্ডুলকর থেকে সুরেশ রায়না্‌… মাধুরী দিক্ষিত থেকে শুরু করে জেনেলিয়া… বিরুষ্কার এঞ্জেল আরও একবার মিলিয়ে দিয়েছে ক্রিকেট-বলিউডকে।

স্টারকিডদের মধ্যে বিগত বেশ কয়েক বছর ধরে পাপারাৎজির লাইমলাইট কেড়ে নিয়েছিলেন করিনা এবং সইফের সন্তান তৈমুর। শর্মিলা ঠাকুর এক বার এক সাক্ষাৎকারে বলেছিলেন, যত দিন না অনুষ্কা এবং বিরাট বাবা-মা হচ্ছেন তত দিন তৈমুর এবং ‘প্যাপ’-এর এই মেলবন্ধন চলবেই। অবশেষে সন্তান হয়েছে তাঁদের। বলিপাড়ার স্টারকিডদের মধ্যে নয়া সেনসেশন কি তবে হতে চলেছে বিরুষ্কার সদ্যজাত? নাকি রানি মুখোপাধ্যায়ের মতো ক্যামেরার ঝলকানি থেকে মেয়েকে সরিয়ে রাখার সিদ্ধান্তই নেবেন ওই সেলেব জুটি? তা অবশ্য সময়ই বলবে।