ফের শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন বিশাল-শেখর, ‘পাঠান’-এর সঙ্গীতের দায়িত্বে পরিচালকদ্বয়
সদ্যই বোমা ফাটালেন সঙ্গীত পরিচালকদ্বয় বিশাল-শেখর। তাঁরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ‘পাঠান’-এর সঙ্গীতের দায়িত্ব তাঁরাই সামলাচ্ছেন। বিশালের এই টুইটে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
‘পাঠান’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। প্রায় দু’বছর পর ফের আবার ছবি করছেন শাহরুখ খান। ফ্যানরা অপেক্ষা করছেন কিং খানকে দেখার জন্য। খুবই চুপিসারে শুটিং শুরু করেছিল ‘পাঠান’ টিম। কিন্তু শুটিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। কিং খানের ‘লুক’ মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শাহরুখ ছাড়াও এই ছবিতে আছেন জন আব্রাহাম এবং দীপিকা পাডুকোন। এরপর শোনা যায় ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সলমন খান। এ খবর আগুনে ঘি দেওয়ার মত। উত্তেজনা দ্বিগুণ হয়।
চমকের এখানেই শেষ নয়। সদ্যই বোমা ফাটালেন সঙ্গীত পরিচালকদ্বয় বিশাল-শেখর। তাঁরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ‘পাঠান’-এর সঙ্গীতের দায়িত্ব তাঁরাই সামলাচ্ছেন। বিশালের এই টুইটে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিং খানকে বড় পর্দায় দেখার জন্য পারদ চড়তে থাকে।
No number from the past matters, no number in the future is too big! ???? The whole world is waiting to watch @iamsrk!
More importantly, we’re all working towards a kickass film with great songs! #Pathan #VishalAndShekhar #SiddharthAnand @yrf @ShekharRavjiani https://t.co/o4SKAZnprX
— VISHAL DADLANI (@VishalDadlani) March 24, 2021
শাহরুখের সঙ্গে বিশাল-শেখরের জুটি হিট। ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ওম শান্তি ওম’-এর মত একের পর এক হিট গান আমাদের উপহার দিয়েছেন। কিং খানের জন্য বিশাল-শেখর ‘লাকি’। শাহরুখের বেশিরভাগ হিট ছবির সঙ্গীত সামলেছেন এই পরিচালকদ্বয়। বিশাল টুইট করে লিখেছেন, “অতীতে কটা ছবি করলাম বা ভবিষ্যতে কটা ছবি করব সেটা বড় কথা নয়। সমস্ত পৃথিবী অপেক্ষা করছে শাহরুখ খানকে দেখার জন্য। ভাল ভাল গানের ডালি নিয়ে আমরা আবার একটা দারুণ ছবিতে একসঙ্গে কাজ করছি।”
আরও পড়ুন:রণবীর-আলিয়ার বিয়ের প্রস্তুতি শুরু করলেন নীতু?
‘পাঠান’-এর শুটিং এখনও বেশ কিছুটা বাকি। সলমন খানকে নিয়ে দুবাইতে শুটিং করার কথা ছিল। কিন্তু বাধ সাধল ফের নতুন করে গজিয়ে-ওঠা কোভিড পরিস্থিতি। দুবাইতে গেলে এখন ১৪ দিন ‘কোয়ারেন্টাইন’-এ থাকা বাধ্যতামূলক। এতে বাজেট বেড়ে যাবে বহুগুণ। আর সেই কারণেই ছবির শুটিং পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যশ রাজ ফিল্মস। সব কিছু ঠিকঠাক থাকলে পরের বছর ‘পাঠান’ মুক্তি পাবে।