মার্ভেলের সিরিজ ‘ওয়ান্ডাভিসন’ আসছে ডিজনি প্লাসে, থাকছে অরিজিনাল থিম সং

‘ওয়ান্ডাভিসন’ মার্ভেল স্টুডিওর প্রথম এমন সিরিজ যেটা শুধুমাত্র ডিজনি প্লাসের জন্যই এক্সক্লুসিভ ভাবে তৈরি করা হয়েছে।

মার্ভেলের সিরিজ 'ওয়ান্ডাভিসন' আসছে ডিজনি প্লাসে, থাকছে অরিজিনাল থিম সং
১৯৫০ সালের গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে এই সিরিজ।
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 10:23 AM

মার্ভেল ফ্যানদের জন্য সুখবর এনেছে ডিজনি প্লাস। বহু প্রতীক্ষার পর অবশেষে রিলিজ হতে চলেছে মার্ভেলের বিখ্যাত সিরিজ ‘ওয়ান্ডাভিসন’। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ট্রেলর। সঙ্গে রয়েছে অরিজিনাল থিম সং।

অস্কার জয়ী সং রাইটার ক্রিস্টিন অ্যান্ডারসন লোপেজ এবং রবার্ট লোপেজ এই গান লিখেছেন। তাঁরা জানিয়েছেন, পরিচালক ম্যাট শ্যাকম্যান তাঁদের বন্ধু। কলেজবেলার বন্ধু যখন তাঁদের গান লেখার অনুরোধ করেছিলেন তখন সেই প্রস্তাব না ফিরিয়ে রাজি হয়ে যান লোপেজরা। তাঁরা আরও জানিয়েছেন যে এই প্রোজেক্টটাই এত অন্যরকম যে সেখানে কাজ করার সুযোগ পেয়ে ‘হ্যাঁ’ বলতে দু’বার ভাবেননি তাঁরা।

‘ওয়ান্ডাভিসন’ মার্ভেল স্টুডিওর প্রথম এমন সিরিজ যেটা শুধুমাত্র ডিজনি প্লাসের জন্যই এক্সক্লুসিভ ভাবে তৈরি করা হয়েছে। এই সিরিজে আবার দেখা যাবে মার্ভেল ইউনিভার্সের স্টার এলিজাবেথ ওলসেন এবং পল বেট্টানি-কে। ওয়ান্ডা ম্যাক্সিমঅফের চরিত্রে অভিনয় করবেন এলিজাবেথ এবং ভিসন-এর চরিত্রে দেখা যাবে পল-কে।

১৯৫০ সালের গল্পের ভিত্তিতে তৈরি হয়েছে এই সিরিজ। এখানে দেখানো হয়েছে দু’জন সুপারহিরো সাধারণ জীবনযাপনের চেষ্টা করবেন। শহরতলিতে থাকবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা বুঝতে পারবেন এইসব সাধারণ জীবনযাপন ঠিক ততটা সহজ-সরল নয়, যেমনটা ভাবা হয়। আগামী ১৫ জানুয়ারি থেকে ডিজনি প্লাসে এই সিরিজ দেখানো শুরু হবে। এই সিরিজে থাকছে মোট ৯টি এপিসোড। জ্যাক স্কেফার এই সিরিজের প্রধান লেখক। পরিচালনা করেছেন ম্যাট শ্যাকম্যান। এলিজাবেথ ওলসেন এবং পল বেট্টানি ছাড়াও Kathryn Hahn এবং Randall Park ও Kat Dennings-কে এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।