১০০ শতাংশ ভর্তি হলে চলুক সিনেমা, মুখ্যমন্ত্রীকে আর্জি জানাল ইম্পা

আজ মঙ্গলবার ইম্পার তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ৫০ নয় একেবারে ১০০ শতাংশ আসনসংখ্যা রেখেই দর্শকদের জন্য সিনেমাহল, মাল্টিপ্লেক্স, থিয়েটার চালানোর অনুমোদন দিয়েছে তামিলনাড়ু সরকার

১০০ শতাংশ ভর্তি হলে চলুক সিনেমা, মুখ্যমন্ত্রীকে আর্জি জানাল ইম্পা
৫০ শতাংশ আসন সংখ্যায় খুলে ছিল প্রেক্ষাগৃহ।
Follow Us:
| Updated on: Jan 05, 2021 | 10:51 PM

প্যান্ডেমিকের কারণে আমাদের দেশ আক্রান্ত। দেশের অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। ফিল্ম স্টেকহোল্ডারদের অধিকাংশ অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে।গত ১৫ অক্টোবর থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় সমস্ত বিধি মেনে ৫০ শতাংশ আসন সংখ্যা কমিয়ে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহ খোলা হবে। এবং সেই বিধি মেনে এতদিন পর্যন্ত সিনেমাহল চলছিল। তবে লাভের লাভ কিছুই হয়নি। দর্শকাসন সংখ্যা কমলেও দর্শকের দেখা মেলেনি বলে দাবি করছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়শন (EIMPA)।

আরও পড়ুন আমার ছেলে যদি অভিনেতা হতে চায়, আমি সাহায্য করব না?: অভিনেতা ব্রিজেন্দ্র কালা

আজ মঙ্গলবার ইম্পার তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ৫০ নয় একেবারে ১০০ শতাংশ আসনসংখ্যা রেখেই দর্শকদের জন্য সিনেমাহল, মাল্টিপ্লেক্স, থিয়েটার চালানোর অনুমোদন দিয়েছে তামিলনাড়ু সরকার। শো-টাইমে সমস্তরকম বিধি মেনে চলার কথাও জানিয়েছে সে সরকার। বিগত দিনে দেখা গিয়েছে আসন সংখ্যা কমায় বাংলা বা হিন্দি ছবির মুক্তি পিছিয়ে আসছে প্রযোজক।যদি ৫০ শতাংশ আসন সংরক্ষণের নিয়ম উঠিয়ে পুরোপুরি ১০০ শতাংশ করা হয় তাহলে প্রযোজকরা আবারও নতুন বাংলা অথবা হিন্দি ছবি হলে রিলিজের কথা ভাববে। ফলে স্টেকহোল্ডার, এক্সিবিটররা কিছুটা হলেও বর্তমান অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পাবে।

এখনও অবধি সিনেমাহল থেকে ভাইরাস ছড়ানোর খবর শোনা যায়নি। তাই  ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়শন’ এর তরফ থেকে  মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, তামিল নাড়ু সরকারের মত পশ্চিমবঙ্গেও যেন ১০০ শতাংশ আসনসংখ্যা নিয়ে প্রেক্ষাগৃহ চালানোর অনুমতি দেওয়া হয়।