Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in RSS Headquarters: এক যুগ পর RSS-এর নাগপুর দফতরে পা মোদীর, বৈঠকে বসতে পারেন সঙ্ঘ প্রধানের সঙ্গেও

PM Modi in RSS Headquarters: প্রসঙ্গত, RSS-এর সদর দফতর ঘুরে দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী যাবেন নাগপুরের প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে। সেখানে কিছু উদ্বোধন পর্ব রয়েছে তাঁর।

PM Modi in RSS Headquarters: এক যুগ পর RSS-এর নাগপুর দফতরে পা মোদীর, বৈঠকে বসতে পারেন সঙ্ঘ প্রধানের সঙ্গেও
RSS-এর নাগপুর দফতরে মোদীImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2025 | 10:52 AM

নাগপুর: রবিবার সকাল সকাল নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতর গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ও এম এস গোলওয়ালকরকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন তিনি।

মোদীর শ্রদ্ধাজ্ঞাপন পর্বে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সঙ্ঘ প্রধান মোহন ভগবতকেও। RSS-এর শ্রুতি মন্দিরে সঙ্ঘ প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাজ্ঞাপনের পর দীক্ষাভূমি মন্দিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে গিয়ে সংবিধানের প্রণেতা বাবা সাহেব অম্বেদকরকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি।

উল্লেখ্য, ১২ বছর পর সঙ্ঘের সদর দফতরে এলেন মোদী। শেষবার পা রেখেছিলেন ২০১২ সালে। তারপর কেটে গিয়েছে একটা যুগ। এই সময়কালে দেশজুড়ে বিজেপিকে নতুন রাজনৈতিক মাইলেজ দিয়েছে সঙ্ঘ, দাবি ওয়াকিবহাল মহলের।

১২ বছর পর RSS দফতরে মোদী

জানা গিয়েছে, রবিতেই সম্ভবত মোহন ভগবতের সঙ্গে জরুরি বৈঠকেও বসবেন তিনি। ইতিমধ্যে, বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে সংগঠনের অন্দরে তৈরি হয়েছে নানা জল্পনা। মেয়াদ শেষ হয়েছে জে পি নাড্ডার। কিন্তু এরপর দলের দায়িত্ব কার হাতে যাবে, সেই নিয়ে ধন্দে বিজেপি। এমন আবহেই মোদীর RSS-এর সদর দফতরে হাজিরা, আসলে সেই ধোঁয়াশা কাটাতেই বলে মনে করছে একাংশ।

প্রসঙ্গত, RSS-এর সদর দফতর ঘুরে দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী যাবেন নাগপুরের প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে। সেখানে কিছু উদ্বোধন পর্ব রয়েছে তাঁর।