ঐশ্বর্যই একটা সময় বাঁচিয়ে ছিল জয়ার সংসার, আর এখন…
Bollywood Gossip: সবটাই ধামাচাপা। তবে শোনা যায় মার্কেটে বহু ধার হয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনের। তবে সেই পরিস্থিতি সামলে উঠতে অনেকটা সময় নিয়েছিলেন তিনি। একের পর এক ফ্লপ ছবিও বলিউডে একটা সময় করতে থাকেন অমিতাভ। হাতে টাকা কমে যায়।
ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের পুত্রবধূ তিনি। যাঁকে নিয়ে এখন বিটাউনের অন্দরমহলে চর্চা তুঙ্গে। ঐশ্বর্য রাই বচ্চন নাকি বচ্চন পরিবার থেকে আলাদা হতে চলেছেন। অথচ জানেন কি, ঐশ্বর্যই একটা সময় বচ্চন পরিবারের বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলেন? অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা খুলে কী বিপত্তি হয়েছিল তা অনেকেরই জানা। সংস্থার নাম ABC, ২০০০ সালের দোরগোড়ায় দেউলিয়া ঘোষণার পথে ছিলেন বিগ বি। হয়ে গিয়েছিলেন সর্বশান্ত। ধারের টাকা চোকাতে গিয়ে অভিষেক বচ্চনের পড়াশুনাতেও পড়েছিল কোপ।
সেই মুহূর্তে ঘুরে দাঁড়াতে পাশে ছিল একটাই সংস্থা, সোনি, শুরু হয়েছিল কউন বনেগা ক্রোড়পতী। পাশাপাশি মহব্বতে ছবি দিয়ে কামব্যাক করেছিলেন অমিতাভ বচ্চন। বন্ধ হয়ে গিয়েছিল তাঁর প্রযোজনা সংস্থা। তারপর সবটাই ধামাচাপা। তবে শোনা যায় মার্কেটে বহু ধার হয়ে গিয়েছিল অমিতাভ বচ্চনের। তবে সেই পরিস্থিতি সামলে উঠতে অনেকটা সময় নিয়েছিলেন তিনি। একের পর এক ফ্লপ ছবিও বলিউডে একটা সময় করতে থাকেন অমিতাভ। হাতে টাকা কমে যায়। এমনই সময় করের টাকা চোকাতে পারছিলেন না তিনি। সেই সময় ঐশ্বর্যের কেরিয়ার মধ্যগগণে। শোনা যায় তিনি নাকি শ্বশুরমশাইকে দিয়েছিলেন মোট ২১ কোটি টাকা। যদিও সেই টাকাটা ছিল ধার বাবদ।
যদিও তা নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খুলতে দেখা যাায়নি কাউকেই। আর আজ ঠিক তার উল্টো খবরে তোলপাড় নেটপাড়া। যেখানে একের পর এক খবর ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর নয় ঐশ্বর্যের, ভাঙছে নাকি সংসারও। তবে এই খবরে মুখে কুলুপ পরিবারের। বরং তাঁদের একসঙ্গেই দেখা গিয়েছে বারবার।