‘শাহরুখের জীবনে যদি কোনও নায়িকা জায়গা করে নেন?’ প্রশ্ন শুনেই গৌরী বলেন

Relationship Gossip: সত্যি কি তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ সঠিক নয়? আবার কখনও কানে আসে তাঁদের মধ্যে নাকি তেমন তাল মিল আর নেই। না, পুরোটাই রটনা বা পুরোটাই ঘটনা কোন উপসংহারেই রাতারাতি পৌঁছানো সম্ভব নয়। কারণ তাঁরা কখনই এমন প্রশ্ন মনে জাগতেই দেননি। 

'শাহরুখের জীবনে যদি কোনও নায়িকা জায়গা করে নেন?' প্রশ্ন শুনেই গৌরী বলেন
Follow Us:
| Updated on: Apr 15, 2024 | 4:53 PM

তিনি কিং খান। হাজার হাজার মেয়ের মনে যাঁর জায়গা। তাঁর মনে কি শুধুই গৌরী খান? শাহরুখ খানের স্ত্রী, শত শত মেয়ে মনে করেন তিনি কতই না লাকি, তবে সত্যি কি তাঁই, গৌরী খানকে কি ভয়ে ভয়ে থাকতে হয় না শাহরুখ খানকে হারিয়ে ফেলার?  গৌরী খান ও শাহরুখ খান, দীর্ঘদিনের সম্পর্ক, সংসার করছেন চুটিয়ে। বলিউডের পাওয়ার কপিল বললে খুব ভুল হবে না। সেই শাহরুখের সঙ্গে গৌরী এমন কাজ করতে পারে? সত্যি কি তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ সঠিক নয়? আবার কখনও কানে আসে তাঁদের মধ্যে নাকি তেমন তাল মিল আর নেই। না, পুরোটাই রটনা বা পুরোটাই ঘটনা কোন উপসংহারেই রাতারাতি পৌঁছানো সম্ভব নয়। কারণ তাঁরা কখনই এমন প্রশ্ন মনে জাগতেই দেননি।

তাঁদের সম্পর্ক কখনও দেখে মনে হয় রূপকথার গল্প আবার কখনও প্রকাশ্যে তাঁদের আচরণে প্রমাণ করে তাঁরা ভাল নেই। কখনও উঠে এসেছে পরকীয়ার গল্প, কখনও আবার সামনে উঠে আসতে দেখা গিয়েছে তাঁদের মধ্যে সম্পর্কে ফাটল ধরার গুজব। যদিও তাঁরা একের প্রতি কতটা সম্মান পোষণ করেন, তা কম বেশি সকলের জানা। যদিও গৌরী খানকে একাধিকবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়, যে তিনি শাহরুখ খানের নায়িকাদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন কি না?

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় গৌরী খানকে। তিনি বলেন, আমি সম্পূর্ণ শূণ্য হয়ে যাই যখন কেউ আমায় এই প্রশ্ন করেন। আমি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি, ওর যদি আমার সঙ্গে নাই থাকার থাকে, ওর জীবনে যদি কেউ এসে থাকে, তবে যেন ভগবানও আমায় সাহায্য করে অন্য কাউকে খুঁজে পেতে, আর সে যেন ওর থেকেও বেশি হ্যান্ডসম হয়।