‘ওকে নিয়ে যা ভাবা হয়, তা মোটেও…’, করণের স্বরূপ এবার ফাঁস করলেন টোটা

Tota on Karan: হিন্দি ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহিনি' ছবিতে সকলের নজর কেড়েছিলেন তিনি। আর সেখানেই করণ জোহরের সঙ্গে তাঁর পরিচয়। বছরের শেষেই সকলকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি করণ জোহরের নাম নিয়েছিলেন। 

'ওকে নিয়ে যা ভাবা হয়, তা মোটেও...', করণের স্বরূপ এবার ফাঁস করলেন টোটা
Follow Us:
| Updated on: Jan 11, 2024 | 3:52 PM

করণ জোহর, বরাবরই বলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করা এক নাম। যাঁকে নিয়ে বিভিন্ন মহলে নানান জল্পনা তুঙ্গে। ভালর থেকে সেই তালিকায় খারাপটাই বেশি। করণ জোহর তাই কটাক্ষের শিকার হয়ে থাকেন প্রতিটা পদে পদে। যে মন্তব্য করণ জোহরের কানও এড়ায়নি। কখনও উঠেছে স্বজনপোষন-এর গুজব, কখনও উঠেছে স্টারকিডদের এগিয়ে রাখার গুজব। এখানেই শেষ নয়, তিনি নাকি বহিরাগতদের নিয়ে কাজ করেন না, কাজ দেন না, এমন নানা খবর যখন তাঁকে কেন্দ্র করে ভাইরাল, ঠিক সেই সময় দাঁড়িয়ে সত্যি খোলসা করলেন টোটা রায় চৌধুরী। বাংলার জনপ্রিয় অভিনেতা। হিন্দি ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে সকলের নজর কেড়েছিলেন তিনি। আর সেখানেই করণ জোহরের সঙ্গে তাঁর পরিচয়। বছরের শেষেই সকলকে ধন্যবাদ জানাতে গিয়ে তিনি করণ জোহরের নাম নিয়েছিলেন।

এবার হিন্দুস্থান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে , ‘সেখানেই টোটা রায় চৌধুরীর উদ্দেশে প্রশ্ন করা হয়, করণ জোহর বাস্তবে কেমন? উত্তরে টোটা বলেছিলেন, আমি বলছি বাস্তবটা কি? উনি আমার দেখা অন্যতম দয়ালু মানুষ। খুব ভাল মনের মানুষ। কোনওদিন সেটে চিৎকার করতেন না। তিনি তাঁর স্টারদের সবসময় যত্নে রাখতেন। তিনি চরিত্র উপস্থাপনায় অভিনেতাদের সাহায্য করে থাকেন। সব থেকে সুখের সেট ওটা। সকলেই ভীষণ শান্ত, ঠাণ্ডা ও সুখী। তুমি কখনই সেটে খারাপ কিছু করতে পার না। সেখানে কোনও যুক্তিই খাটে না।’

করণ জোহর সম্পর্কে নানা জনের নানা মত। তবে করণ যে বিষয়টাকে এড়িয়ে যান এমনটা নয়। নিজের টক শো কফি উইথ করণে তিনি এই কথা নিজেই বলেছিলেন। তিনি ও তাঁর বিবেকের কথোপকথনে স্পষ্ট হয়ে গিয়েছিল, তিনি ঠিক কী বলতে চাইছেন। ট্রোলারদের প্রতিটা কথা যে তাঁর কানে ওঠে, তাও স্পষ্ট করে দিয়েছিলেন। দিনের শেষে তিনি করণ জোহর, কোনও কিছুই যে তাঁকে স্পর্শ করে না, তাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন।