মেয়েকে কোলে নিয়ে বিমানে ‘বাবলি’, দুই সন্তানকে নিয়ে কোথায় এখন শুভশ্রী?
Subhashree Ganguly: সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সক্রিয়, সেখানেই নিত্য নতুন পোস্ট করে থাকেন ভক্তদের জন্য। তবে ভক্তদের আশ যেন তাতে মিটছে না। দীর্ঘদিন ধরে সকলেই অপেক্ষায় রয়েছেন কবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর কন্যা সন্তান ইয়ালিনির মুখ দেখাবেন।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। পর্দার সামনে তিনি যতটা রঙিন, যতটা দর্শকদের মন জয় করছেন একের পর এক ভাল ছবি উপহার দিয়ে, পর্দার পিছনেও তাঁর ব্যক্তিজীবন ঠিক ততটাই সকলের মনে কৌতুহল সৃষ্টি করে থাকে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সক্রিয়, সেখানেই নিত্য নতুন পোস্ট করে থাকেন ভক্তদের জন্য। তবে ভক্তদের আশ যেন তাতে মিটছে না। দীর্ঘদিন ধরে সকলেই অপেক্ষায় রয়েছেন কবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর কন্যা সন্তান ইয়ালিনির মুখ দেখাবেন। জন্মের পর দেখা মেলেনি তাঁর। যদিও নানা পোস্টে সে দিব্যি হাজির থাকে। কখনও হাত, পা, কিংবা পিছন থেকে তোলা ছবি সকলের মন ভাল করে তোলে।
সেই ইয়ালিনিকে নিয়েই এবার কোথায় পাড়ি দিলেন অভিনেত্রী? শেয়ার করেছেন বিমান থেকে ছবিও। মেয়েকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। কোথায় গেলেন? শুভশ্রী বরাবরই জগন্নাথ দেবের ভক্ত। বাড়িতে রথে বেশ সুন্দর করেই পুজো করে থাকেন। অতীতে এমন বহু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে ছোট্ট ইউভান মায়ের সঙ্গে পুজো করছে। তবে মেয়েকে এখনই সামনে আনতে চাইছেন না তিনি।
View this post on Instagram
যদিও ইউভানের ছবি থেকে ভিডিয়ো বেশ সুন্দর করেই শেয়ার করে থাকেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হল না। ছেলে মেয়েকে নিয়ে তিনি এখন পুরীতে। উল্টো রথে সেখানেই রয়েছেন অভিনেত্রী। সমুদ্র সৈকতে খেলতে ব্যস্ত ইউভান, বাবলি ছবির গানের সঙ্গে সেই ভিডিয়ো শেয়ার করে সকলের নজর কাড়লেন আরও একবার। যদিও কমেন্ট বক্সে সকলের একটাই দাবি, ‘ইয়ালিনির মুখ দেখতে চাই…’।