‘…কাকু-কাকিমাদের ঘৃণা করি’, কেন গুরুজনদের প্রতি এত রাগ প্রকাশ ইমনের?
Iman Chakraborty: গুরুজনদের উদ্দেশে এমন মন্তব্য করতে একপ্রকার বাধ্য হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। ট্রেনের সুখকর যাত্রাকে তেতো করে তুলেছেন এই গুরুজনেরাই। ভেবেছিলেন জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে-দেখতে ভ্রমণ করবেন ইমন। কিন্তু কামড়ায় কিছু কাকু-কাকিমা যা করলেন, আর চুপই থাকতে পারলেন না গায়িকা।
ট্রেনে যাত্রা করছিলেন ইমন চক্রবর্তী। ফ্লাইটের চেয়ে ট্রেনে যাত্রা করতেই তিনি বেশি পছন্দ করেন তিনি। একথা আগেও বহুবার বহু জায়গায় বলেছেন। ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখতে-দেখতে যাত্রা করতে দারুণ ভাল লাগে তাঁর। কিন্তু এই যাত্রাপথে মাঝেমধ্যেই ইমনের রাগ ধরিয়ে দেন কিছু কাকু-কাকিমা। তাঁর নিজ-নিজ স্মার্ট ফোনে জোরে-জোরে শুনতে থাকেন সিরিয়াল, খবর কিংবা গান। সবটাই কানে আসে ইমনের। এবং তিনি তিতিবিরক্ত হয়ে যান।
সম্প্রতি তাঁর ট্রেনে যাত্রায় সে রকমই অভিজ্ঞতা হয়েছে ইমনের এবং তিনি বিরক্তি প্রকাশ করে ভিডিয়ো শেয়ার করেছেন। নীল জ্যাকেট এবং চোখে কালো সানগ্লাস পরে প্রায় ফিসফিস করে নিজের রাগ প্রকাশ করেছেন ইমন। এবং যে কথাগুলি তিনি বলেছেন, তা অনেকেরই হয়তো মনের কথা।
View this post on Instagram
ইমন বলেছেন, “ট্রেনে চড়তে আমি ভীষণ ভালবাসি। কিন্তু আশেপাশে কিছু কাকু-কাকিমা থাকেন, যাঁরা কখনও খবর শুনছেন, কখনও গান শুনছেন, কখনও সিরিয়াল দেখছেন। কিন্তু নিজেরা দেখছেন, কিংবা শুনছেন না। সবাইকে শোনাচ্ছেন। আমি তাঁদের ঘৃণা করি।”
View this post on Instagram
ইমনের সঙ্গে একমত পোষণ করেছেন অনেকেই। একজন অনুরাগী লিখেছেন, “সমাজ দূষণকারী কাকু-কাকিমা, এরাই একজনের কথা অন্য কারও কানে দিয়ে চলে আসে।” অনেকে সেই সব কাকু-কাকিমাদের ‘হেডফোন’ ব্যবহার করার পরামর্শও দিয়েছেন।