‘বাড়িতে এসব ঢোকাবে না’, শাহরুখের কাজ দেখে মেজাজ হারালেন গৌরী

Shahrukh-Gauri: যতই সংসারে ঝড় উঠুক না কেন, তিনি বারবার প্রমাণ করেছেন তাঁর ও গৌরীর সম্পর্ক অটুট। তাঁদের পরিবারে ভাঙন ধরানো কিংবা তাঁদের নিয়ে কোনও বাড়তি জল্পনা এক কথায় ভিত্তিহীন। 

'বাড়িতে এসব ঢোকাবে না', শাহরুখের কাজ দেখে মেজাজ হারালেন গৌরী
Follow Us:
| Updated on: Jan 07, 2024 | 9:45 AM

শাহরুখ খান ও গৌরী খান। বলিউডের অন্যতম পাওয়ার কপিল। ঝড়ের গতিতে ভাইরাল এই জুটির প্রতিটা ছোটবড় খবর। শাহরুখ খান ও গৌরী খানের প্রেম কাহিনি হোক কিংবা শাহরুখ গৌরীর সংসারে ভাঙনের ইঙ্গিত, খবর যেমনই হোক না কেন, সেই শিরোনামে যদি যুক্ত থাকে এই দুই স্টারের নাম, সেক্ষেত্রে যে দর্শকদের বাড়তি কৌতুহল থাকবে তা বলাই বাহুল্য। শাহরুখ খান, দীর্ঘ কেরিয়ারে একাধিকবার নানান বিতর্কেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে যতই সংসারে ঝড় উঠুক না কেন, তিনি বারবার প্রমাণ করেছেন তাঁর ও গৌরীর সম্পর্ক অটুট। তাঁদের পরিবারে ভাঙন ধরানো কিংবা তাঁদের নিয়ে কোনও বাড়তি জল্পনা এক কথায় ভিত্তিহীন।

শাহরুখের নামের সঙ্গে জড়িয়েছে পরকীয়ার গসিপ, জড়িয়েছে আরও অনেক কিছুই। তবে যতবার তিনি ও গৌরী খান পাশাপাশি এসেছেন, ততবারই প্রমাণ হয়ে গিয়েছে তিনি গৌরী খানকে কতটা সম্মান করেন। শুধু সম্মান করাই নয়, মন্নত-এর অন্দরমহলে গৌরী খানের শাসনই চলে। যেখানে থেকে পার পান না খোদ শাহরুখ খানও। গৌরীর নির্দেশ ছাড়া মন্নতে কিছুই হয় না। একটি স্বপ্নের বাড়ি কিনেছিলেন শাহরুখ খান। ওখানেই ইতি। তারপর তিনি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন বাড়িতে সাজাতে। সেই সময় গৌরী খান নিজের মতো করে মন্নতকে গোছাতে শুরু করেছিলেন। তিলে তিলে তাকে প্রাসাদ করে তুলেছিলেন তিনি।

আর সেই মন্নতে গৌরীর অনুমতি ছাড়া শাহরুখ খান এ কী করে বসলেন? যা দেখে রীতিমতো রেগে গিয়েছিলেন গৌরী। জানেন? কী করেছিলেন শাহরুখ খান? কিছুই নয়। তিনি নিজের সঙ্গে এনেছিলেন ছবির স্ক্রিপ্ট। যা বাড়িতে আনা কখনই পছন্দ করতেন না গৌরী। গৌরী খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে- তুমি ছবির সেটে অনেক সময় পাও। সেখানে এগুলো করবে। বাড়িতে আনবে না। সেই থেকে শাহরুখ খান চেষ্টা করেন বাড়িতে থাকা সময়টা স্ত্রী সন্তানদের দেওয়ার। যদিও এখন তাঁর অফিস রয়েছে বাড়িতেই। সেখানেই অধিকাংশ পরিচালক এসে তাঁকে স্ক্রিপ্ট শুনিয়ে যায়।