পুরুষবন্ধুর ঠোঁটে ঠোঁট, ‘আপনার স্বামী’? যাবতীয় কৌতূহলের অবসান সুজয়প্রসাদের
নিজের যৌন অভিমুখ বা সেক্সচুয়াল ওরিয়েন্টেশন নিয়ে চিরকালই অকপট সুজয়। তবে ওই ব্যক্তি তাঁর প্রেমিক নন, এ কথা জানিয়ে তিনি লেখেন, "না, ও আমার প্রেমিক নয়। তাই আপনার চিন্তাধারা নিজের কাছেই গচ্ছিত থাক। ও আমার স্কুলের এক পুরনো বন্ধু। যা মনে আসে তাই করি আমরা। আর এটাই আমাদের পরিচয়।"
বাচিকশিল্পী ও অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়কে অনেকেই চেনেন। সামাজিক মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়। সেই সুজয়প্রসাদই এবার এক ছবি নিয়ে বেশ চর্চায়। পুরুষসঙ্গীর ঠোঁটে ঠোঁট রেখে ছবি দিয়েছেন তিনি। চুম্বনরত অবস্থায় সুজয়প্রসাদের ছবি দেখেই এসেছে নানা প্রশ্ন, কেউ জিজ্ঞাসা করছেন, ওই ব্যক্তি তাঁর স্বামী কিনা। আবার কেউ জানতে চেয়েছেন, ওই ব্যক্তির সঙ্গে তাঁর কী সম্পর্ক?
নিজের যৌন অভিমুখ বা সেক্সচুয়াল ওরিয়েন্টেশন নিয়ে চিরকালই অকপট সুজয়। তবে ওই ব্যক্তি তাঁর প্রেমিক নন, এ কথা জানিয়ে তিনি লেখেন, “না, ও আমার প্রেমিক নয়। তাই আপনার চিন্তাধারা নিজের কাছেই গচ্ছিত থাক। ও আমার স্কুলের এক পুরনো বন্ধু। যা মনে আসে তাই করি আমরা। আর এটাই আমাদের পরিচয়।” সুজয়প্রসাদের ওই পোস্ট কোনও নীতিপুলিশের মুখোমুখি তাঁকে হতে হয়নি। একজন লিখেছেন,”বন্ধুত্বের কোনও পরিভাষা হয় না। বন্ধুত্বে ভালোবাসার প্রকাশ কখনো মাপা যায় না। ছবিটি সত্যি ভারী সুন্দর। বেঁচে থাকুক এমন সুন্দর একটা বন্ধুত্ব।” আর একজনের কমেন্ট, “ভালবাসা তো সর্বজনীন। যাকে ইচ্ছে চুমু খেতেই পারেন। এতে তো দোষের কিছু নেই।”
‘বেলাশেষে’র মতো আইকনিক ছবিতে অভিনয় করেছেন সুজয়প্রসাদ। সঙ্গে রয়েছে তাঁর বাচিক শিল্প। স্পষ্টবক্তা বলে ইন্ডাস্ট্রিতে বেশ নাম আছে। আছে দুর্নামও। তবে যা মনে করেন তাই-ই বলেন অকপটে। যেমন এই পোস্ট–নিজের বক্তব্যকে তুলে ধরতে কখনওই পিছপা হন না তিনি।
View this post on Instagram