Exclusive: লুক সেট হয়েছিল! তারপরও কেন সৃজিতের ছবি থেকে বাদ পড়লেন নায়িকা?
Tollywood Inside: নায়িকার লুক সেট হয় এই চরিত্রের জন্য। কিন্তু ছবির শুটিং তখন শুরু হয়নি। এরপর জল অনেক দূর গড়িয়েছে। এ বছর জুনে ছবির শুটিং করার জন্য সৃজিত আবার বেছে নিলেন শুভশ্রীকেই।

‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য বিনোদিনী রূপে প্রিয়াঙ্কা সরকারের লুক সেট হয়েছিল। তা হলে ‘এসভিএফ’ এবং ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’ প্রযোজিত ছবিতে কেন বাদ পড়লেন প্রিয়াঙ্কা? পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠকে খোলসা করেছেন, এই ছবি নিয়ে যখন ভাবনা শুরু করেন তিনি, প্রথম থেকেই মাথায় ছিল শুভশ্রীর নাম। যে সময় ছবিটা প্রথমে তৈরি করার কথা ভেবেছিলেন তিনি, তখন শুভশ্রীর চেহারার ধরনে পরিবর্তন আসে। কারণ প্রথমবার মা হন তিনি। প্রেগন্যান্সির কারণে সেই সময়ে শুভশ্রী এই চরিত্র করতে পারবেন না, এমনটা স্পষ্ট হওয়ার জন্য প্রিয়াঙ্কার কাছে ছবির প্রস্তাব যায়। নায়িকার লুক সেট হয় এই চরিত্রের জন্য। কিন্তু ছবির শুটিং তখন শুরু হয়নি। এরপর জল অনেক দূর গড়িয়েছে। এ বছর জুনে ছবির শুটিং করার জন্য সৃজিত আবার বেছে নিলেন শুভশ্রীকেই।
কেন বাদ পড়লেন প্রিয়াঙ্কা এই প্রশ্নের উত্তরে, শনিবার সকালে রাণা সরকার খোলসা করেলন, ‘প্রথমে যখন ছবিটার শুটিং হওয়ার কথা ছিল, তখন শুভশ্রী প্রেগন্যান্ট ছিলেন। তাই তখন কাজটা করতে পারতেন না। এখন শুভশ্রীর চেহারা বিনোদিনীর জন্য পারফেক্ট। তাই শুভশ্রীই চরিত্রটি করছেন। এই ব্যাপারে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও কথা বলেছি আমরা। তিনি জানিয়েছেন, শুভশ্রী চরিত্রটি করলে, ওঁর কোনও আপত্তি নেই’।
লক্ষণীয় শুভশ্রীর প্রথম ছবি ‘চ্যালেঞ্জ’-এর জন্যও প্রথমে কি প্রিয়াঙ্কা সরকারের নাম মাথায় ছিল প্রযোজকদের, এমন প্রশ্ন ঘোরে টলিপাড়ার অন্দরে। এই বছর রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী’ ছবি মুক্তি পেয়েছে। সেই নিরিখে বিনোদিনী চরিত্রে রুক্মিণীর পর দেখা যাবে শুভশ্রীকে। একের পর এক ছবিতে শুভশ্রীর পারফরম্যান্স ইদানীং তাক লাগিয়ে দিচ্ছে। বিনোদিনী চরিত্রে তাঁকে দেখার জন্য উদগ্রীব দর্শকরা।





