Bollywood Actor: মায়ানগরীর ‘মেগাস্টার’ তিনি, কিন্তু বিএসসি পরীক্ষায় ‘ডাহা ফেল’ করেছিলেন, চিনতে পারছেন নায়ককে?

Bollywood: ৮০ পার করে ফেলেছেন। কিন্তু এখনও ব্যাটিং করে যাচ্ছেন চুটিয়ে। কথা হচ্ছে অমিতাভ বচ্চনের। বলিপাড়ায় তাঁর জুড়ি মেলা ভার। বয়স যেন সত্যিই একটা নম্বর তাঁর কাছে। কিন্তু জানেন কি আপনাদের প্রিয় 'অ্যাংরি ইয়ং ম্যান' কলেজে প্রথম পরীক্ষায় ফেল করেছিলেন? প্রথমে শুনলে হয়তো কেউ বিশ্বাস করতে চাইবেন না। একথা নিজেই শিকার করেছেন বিগ বি।

Bollywood Actor: মায়ানগরীর 'মেগাস্টার' তিনি, কিন্তু বিএসসি পরীক্ষায় 'ডাহা ফেল' করেছিলেন, চিনতে পারছেন নায়ককে?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2024 | 9:06 PM

৮০ পার করে ফেলেছেন। কিন্তু এখনও ব্যাটিং করে যাচ্ছেন চুটিয়ে। কথা হচ্ছে অমিতাভ বচ্চনের। বলিপাড়ায় তাঁর জুড়ি মেলা ভার। বয়স যেন সত্যিই একটা নম্বর তাঁর কাছে। কিন্তু জানেন কি আপনাদের প্রিয় ‘অ্যাংরি ইয়ং ম্যান’ কলেজে প্রথম পরীক্ষায় ফেল করেছিলেন? প্রথমে শুনলে হয়তো কেউ বিশ্বাস করতে চাইবেন না। একথা নিজেই শিকার করেছেন বিগ বি। তাঁর মা-বাবা দুজনেই গুণী মানুষ ছিলেন। সেখানে অভিনেতার এই ফলাফলের কথা সত্যিই বিশ্বাস করা কঠিন। তবে এটাই বাস্তবে ঘটেছে। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড় পতি’রিয়্যালিটি শো-এ এসে নিজের সেই রেজাল্টের কথাই ভাগ করে নিলেন বিগ বি। তাঁর সঞ্চালিত রিয়্যালিটি শো-তে নিজের ডিগ্রি এবং নম্বর নিয়ে খোলাখুলি উত্তর দেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন অমিতাভ। ‘কেবিসি-১৬’-এর প্রোমোতে নিজের কলেজ জীবনের তথ্যই ফাঁস করলেন নায়ক।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কৌন বনেগা ক্রোড় পতি’র একটি প্রোমো। সেখানে বিগ বি-কে বলতে শোনা যায়, “বিএসসি ঠিক কী তা না জেনেবুঝেই আমি BSC করে নিয়েছি। সায়েন্সে- ভালো নম্বর পেয়েছিলাম, তো ওতেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কলেজে প্রথমদিন লেকচার শুনতে গিয়েই বুঝেছি, অনেক বড় ভুল হয়ে গিয়েছে। ১০ বছর ধরে আমি স্কুলে যা শিখেছি, তা মাত্র ৪৫ মিনিটেই সব শেষ হয়ে যায়। প্রথমবার ফেল হয়ে গিয়েছিলাম। পরের বার যখন আবার পরীক্ষা দিলাম, তখন অনেক কষ্ট করে ৪২ শতাংশ পেয়েছিলাম। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।”

উল্লেখ্য, তাঁর প্রথম জীবনও খুব একটা মসৃণ ছিল না। ১০০০ কোটি টাকার মালিক অমিতাভের কেরিয়ারের প্রথম চাকরি থেকে তিনি উপার্জন করতেন মাত্র ১,৬৪০ টাকা। প্রথম চাকরির কথা বলতে গেলে আজও আবেগে আসেন অ্যাংরি ইয়ং ম্যান। দশ ফুট চওড়া একটি ঘরে ৮জন কাজ করতেন সেই অফিসে। অমিতাভ ছিলেন তাঁদেরই একজন। অফিস শেষ হতেই বন্ধুদের ডেকে নিতেন বিগ বি। জনপ্রিয় এক রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে-দাঁড়িয়ে তাঁরা চিন্তা করতেন, কোনও না-কোনওদিন এত টাকা রোজগার করবেন, যে বাইরে নয়, রেস্তোরাঁর ভিতরে গিয়ে বসতে পারবেন। রেস্তোরাঁর বাইরে দায়িত্বে থাকা দ্বার রক্ষককে অনুরোধ করেও ভিতরে ঢুকতে পারেননি। যদিও সে সবই অতীত। এখন মায়ানগরীর ‘মেগাস্টার’তিনি।