December Horoscope 2023: ডিসেম্বরে ৪ গ্রহের বিরাট রদবদল! মহারাজার হালে থাকবেন ৪ রাশির জাতকরা

Zodiac signs: চার বড় বড় গ্রহের রাশি বদলের কারণে বিশ্ব তথা সব রাশির উপরই প্রভাব পড়তে শুরু করেছে। পজিটিভ ও নেগেটিভ প্রভাব তো পড়বেই, তবে কোন কোন রাশির ভাগ্যে রাজার আসনে বসার সুযোগ পেতে পারেন , তা জেনে নিন নিজের রাশি মিলিয়ে...

December Horoscope 2023: ডিসেম্বরে ৪ গ্রহের বিরাট রদবদল! মহারাজার হালে থাকবেন ৪ রাশির জাতকরা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 6:30 PM

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, যে কোনও গ্রহ ও নক্ষত্র রাশি পরিবর্তন করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। নিয়ম মেনে বছরের প্রতি মাসেই একটি বা একাধিক গ্রহ রাশি বদল করে থাকে। জ্যোতিষীদের মতে, ডিসেম্বর মাসে, চারটি বড় গ্রহ একটি রাশি থেকে বেরিয়ে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী ১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। পাশাপাশি শুক্র গোচরও হবে এই সময়েই। আগামী ২৫ ডিসেম্বর বৃশ্চিক রাশিতে শুক্রগ্রহের প্রবেশ ঘটতে চলেছে। এছাড়া ২৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে। আবার ২৮ ডিসেম্বর বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। চার বড় বড় গ্রহের রাশি বদলের কারণে বিশ্ব তথা সব রাশির উপরই প্রভাব পড়তে শুরু করেছে। পজিটিভ ও নেগেটিভ প্রভাব তো পড়বেই, তবে কোন কোন রাশির ভাগ্যে রাজার আসনে বসার সুযোগ পেতে পারেন , তা জেনে নিন নিজের রাশি মিলিয়ে…

১৬ ডিসেম্বর সূর্য গোচর

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, সূর্যদেব ১৬ ডিসেম্বর বিকাল ৩টে ৪৫ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করবেন। ধনু রাশিতে সূর্যের প্রবেশের জেরে মীন রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, সম্মান বৃদ্ধি হবে। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা যেমন পাবেন, তেমনি আত্মবিশ্বাসও বৃদ্ধি পেতে পারে।

২৫ ডিসেম্বর শুক্র গোচর

আগামী ২৫ ডিসেম্বর শুক্র বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। মীন রাশিতে শুক্রের গমন বেশ কিছু রাশির জন্য শুভ হতে চলেছে। মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন , আয়ও বৃদ্ধি পাবে।

২৭ ডিসেম্বর মঙ্গল গোচর

আগামী ২৭ ডিসেম্বর মঙ্গল ধনু রাশিতে যাত্রা করবে। রাত ১১টা ৪০ মিনিটে মঙ্গল ধনু রাশিতে যাত্রা শুরু করবে। এর জেরে মীন রাশির জাতকদের জন্য কর্মজীবনে পদোন্নতি ও আয় বৃদ্ধির বন্যা ডেকে আনতে পারে। নতুন সুযোগ পাবেন ও চাকরিতে বসের কাছ থেকে অনেক সাহায্য পেতে পারেন।

২৮ ডিসেম্বর, বুধ গোচর

ডিসেম্বর মাসে বুধগ্রহ বৃশ্চিক রাশিতে গমন করবে। সকাল ১১টা ৭ মিনিটে এই ট্রানজিট হবে বলে জানা গিয়েছে। বুধকে সব গ্রহের রাজকুমার বলে মনে করা হয়। বুধের এই রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতকদের সমস্যায় পড়তে পারেন। পারিবারিক ও দাম্পত্য জীবনেও কলহ আসতে পারে, বলে জানা গিয়েছে।