Monthly Horoscope: জুলাই মাসে আর্থিক উন্নত রয়েছে এই ৫ রাশির ভাগ্যে, রাশি মিলিয়ে জানুন ট্যারটস্কোপ
Tarot Card Reading of July: ২০২৩-এর জুলাই মাস জুড়ে ১২টি রাশির জীবনে নানা ওঠা-পড়া রয়েছে। কারও উন্নতি রয়েছে প্রেম জীবনে, কারও আর্থিক অবস্থা ভাল হবে। ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে, আগামী দিনগুলোয় আপনার জন্য কী অপেক্ষা করছে।
২০২৩-এর জুলাই মাস জুড়ে ১২টি রাশির জীবনে নানা ওঠা-পড়া রয়েছে। কারও উন্নতি রয়েছে প্রেম জীবনে, কারও আর্থিক অবস্থা ভাল হবে। ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে, আগামী দিনগুলোয় আপনার জন্য কী অপেক্ষা করছে। জুলাই মাস আপনার কেমন কাটতে চলেছে, জানাচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়।
মেষ রাশি- মেষ রাশির জুলাই মাস যথেষ্ট ভাল কাটতে চলেছে। গত ৬ মাসের তুলনায় মেষ রাশি জুলাই মাসে নিজেকে অনেকটা শক্তিশালী মনে করবে। এতদিন ধরে যে কাজ হয়ে উঠছিল না, সেগুলো ধীরে ধীরে এবারে হতে শুরু করবে। অনেকদিন ধরে জমে থাকা রাগ উগড়ে দেওয়ার সময় এসেছে। কারও সঙ্গে ঝামেলা বিবাদ অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সত্যি কথা মুখের উপর বলার জন্য বন্ধুত্ব বিগড়ে যেতে পারে। কাজের জায়গায় উৎসাহ থাকবে উদ্যম থাকবে। যাঁরা নতুন চাকরি বা ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তাঁদের জন্য এই মাসটা যথেষ্ট ভাল। আর্থিক লাভ থাকবে, আটকে থাকা টাকা পাবেন। কোথাও ভ্রমণ হতে পারে। নিজের বড় কোনও ইচ্ছে পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে যথেষ্ট ভাল সময় কাটাবেন। পুরনো কোনও ঝামেলা এই মাসে মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভাল থাকছে। অনেকদিন ধরে কিছু আশা করেছিলেন প্রেমের ক্ষেত্রে, সেই ইচ্ছে পূরণ হওয়ার সময় এসেছে। বৈবাহিক জীবনে আপনি যথেষ্ট সুখী হবেন। আপনার পার্টনার আপনার মতামতের গুরুত্ব দেবেন। সন্তান সম্ভবা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি- বৃষ রাশি অনেকদিন ধরেই শরীর খারাপে ভুগতেই মাসে শারীরিক অসুস্থতা অনেকটা নিরময় হতে দেখা যাচ্ছে। বাড়িতে কোনও ইলেকট্রনিক গ্যাজেট জিনিস নষ্ট হয়ে যেতে পারে হঠাৎ করে। নতুন বড় কোনও কিছু ক্রয় করা সম্ভাবনা রয়েছে এই মাসে। অনেকে বিয়ে করবেন বা বিয়ে নিয়ে কথা এগোবেন। কাজকর্মের জন্য এই মাসটা শুরুর দিকে একটু স্লোলি মুভ করলেও মাস যত এগোবে, তার সঙ্গে কাজের দিকে ফ্লো অনেক বাড়বে। অনেকদিন ধরে কোনও কাজ করতে চাইলে সেই কাজ এই মাসে হয়ে যাবে। এই মাসে বৃষ রাশির জাতক-জাতিকারা নানা ক্ষেত্রের সুখ সুবিধা উপভোগ করবেন। কাজের জন্য এবং আর্থিক দিক থেকেও মাসটা যথেষ্ট ভাল খরচপাতি একটু বুঝে শুনে করলেই ভাল হয়।
মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের জুলাই মাস একটু দ্বন্দ্বে চিন্তা ভাবনায় কাটতে পারে। কোনও কিছু নিয়ে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হতে পারে। জীবনের কোনও বড় সিদ্ধান্ত এই মাসে নিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে যে কোনও সিদ্ধান্ত নেবেন। স্বামী-স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝিও হতে পারে এই মাসে। কোনও তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস না করায় ভাল। কাজকর্মের জন্য এই মাসটা যথেষ্ট ভাল থাকছে। কাজের চাপ থাকবে। অতিরিক্ত কাজের চাপে শরীর খারাপ হতে পারে। আর্থিক অবস্থা ভাল হবে কিন্তু ভুল খাতে খরচও হয়ে যাবে।
কর্কট রাশি- কর্কট রাশির জাতক-জাতিকাদের জুলাই মাস অনেক সুযোগ নিয়ে আসছে। কাজেকর্মে থেকে শুরু করে পার্সোনাল জীবনেও অনেক নতুন মোড় ঘুরতে চলেছে। প্রমোশন হতে পারে, নতুন বড় কোনও ব্যবসা আপনি শুরু করতে পারেন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকছে। কোনও বড় প্রজেক্ট আপনি পেতে পারেন। প্রেম-ভালবাসার জন্য সময়টা যথেষ্ট ভাল যাবে। প্রেমের প্রস্তাব পেতে পারেন বা কাউকে প্রেম প্রস্তাব দিতে পারেন। নতুন প্রেমের হতে পারে এই মাসে। যাঁরা বিয়ে নিয়ে ভাবছেন তাঁরা এগোতে পারেন। আটকে থাকার টাকা উদ্ধার হতে পারে। বড় কোনও কিছু ক্রয়ের সম্ভাবনা থাকছে। মায়ের শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়া দরকার। নিজের শরীর স্বাস্থ্যের দিকেও মাঝেমধ্যে একটু বিশেষ যত্ন নিতে হবে। তৃতীয় ব্যক্তি বা কারও কথায় বিশ্বাস না করাই ভাল।
সিংহ রাশি- সিংহ রাশির এই মাসে অনেক সুযোগ আসছে। অনেকদিন ধরে কোনও কাজ করবেন বলে ভাবছিলেন করে উঠতে পারছিলেন না, সেই কাজ এবার আপনি করতে পারবেন। বড় কোনও কাজের সুযোগ আসবে। প্রেম-ভালবাসা নিয়ে যাঁদের সমস্যা চলছিল, সেই সমস্যা এই মাসে মিটে যাবে। নতুন প্রেম প্রস্তাব পাবেন। শরীর একটু খারাপ হতে পারে, যত মাস এগোবে তত আপনি সুস্থ বোধ করবেন। তবে মাথা গরম করে কাউকে কোনও রকম ছোট-বড় কথা বলে দেবেন না। আর্থিক দিকটা যথেষ্ট ভাল থাকবে, তাও খরচ বুঝে শুনে করতে হবে।
কন্যা রাশি- কন্যা রাশির কোনও কিছু নিয়ে চিন্তা থাকবে। মাসের প্রথম দুই সপ্তাহে এরকম চিন্তা থাকতে পারে, তারপর ধীরে ধীরে চিন্তা থেকে মুক্তি পাবেন। এবং যা নিয়ে চিন্তা করছিলেন সেটিও মিটে যাবে। ভালবাসার জন্য খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়োই কোনও ভুল হয়ে যেতে পারে। বন্ধুবান্ধব বা বাবার সঙ্গে কোনও রকমের ঝামেলা হতে পারে। আপনারা কোথাও কোনও রকমের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। নতুন কাজের জন্য সময়টা ভাল, তবে যা-ই করবেন ভেবেচিন্তে। আর্থিক দিক থেকে একটু বুঝে শুনে চলতে হবে কাউকে টাকা ধার দিলে টাকা ফেরত না পাওয়ার সম্ভাবনাই বেশি। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে মতের অমিল হতে পারে, সেই নিয়ে নিজেদের মধ্যে একটু মন কষাকষি হতে পারে। কোনও কিছু ভয় না পেয়ে এগিয়ে যাওয়াই ভাল।
তুলা রাশি- তুলা রাশি কোনও কাজ শুরু করতে চাইলে, মাসের শেষভাগে গিয়ে কাজটি শুরু করুন । মাসের প্রথম দিকে অনেক সমস্যা হতে পারে। নতুন চাকরি যাঁরা জয়েন করছেন, তাঁরা কাজের জায়গায় খুলবেন। ব্যবসায় অবনতি দেখা যাচ্ছে। কারও থেকে প্রেমের প্রস্তাব পেলে বিশ্বাস করবেন না, একটু সময় নিয়ে দেখবেন। চলতি প্রেমে অনেক সমস্যা তৈরি হতে পারে। যাঁরা বিয়ে করবেন বলে ভাবছেন, তাঁরা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। টাকা-পয়সা নিয়ে সেই রকম কোনও চিন্তা না থাকলেও বড় কিছু ক্রয় করার পরামর্শ দেওয়া হচ্ছে না। শরীর একটু খারাপ থাকতে পারে। চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা। মাস যত এগোবে সময় তত ভাল হবে।
বৃশ্চিক রাশি- বৃশ্চিকের জন্য জুলাই মাস বেশ আনন্দের একটি মাস। ঘোরাফেরা থাকবে। কলিগদের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন, বন্ধু এবং পরিবারের সঙ্গেও ভাল সময় কাটাতে পারেন। তবে বড় কোনও সিদ্ধান্ত এই মাসে একটু এড়িয়ে চলবেন। রাগের বশে কাউকে কিছু ছোট-বড় কথা বলে দেবেন না, পরে খারাপ লাগতে পারে। চলতি প্রেমে একটু সমস্যা এলেও সেটা মিটে যাবে। পুরনো প্রেম জীবনে ফিরে এসে সমস্যা তৈরি করতে পারে। বা এমন কোনও মানুষ জীবনে আবার ফিরতে পারে, যার সঙ্গে আপনার সম্পর্ক ভাল না।
ধনু রাশি- ধনু রাশি এই মাসে নানা অসুস্থতার মধ্য দিয়ে যেতে পারেন। শারীরিক অসুস্থতার জন্য মানসিক দিক থেকেও আপনি একটু সমস্যায় থাকবেন। কোনও কিছু বুঝে শুনলে সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়োর কিছু করতে যাবেন না। কোনও বড় সিদ্ধান্তও না নেওয়াই ভাল। টাকা-পয়সার দিকে কোনও রকম লস হতে পারে, জিনিস হারিয়ে যেতে পারে। তবে, ভাল ব্যাপার হল, কাজের নতুন সুযোগ আসবে। কারও সঙ্গে ঝামেলা অশান্তি চললে বা চলতি প্রেমে সমস্যা থাকলে সেই সমস্যা মিটে যাবে। যে কোনও ঝামেলা অশান্তি ও মিটে যাবে। পরিবারের সঙ্গেই ভাল সময় কাটাবেন। প্রমোশনের সম্ভাবনা থাকছে। কোথাও ঘুরতেও যেতে পারেন। নিজের মন ভাল করতে বেশি করে মেডিটেশন এবং যোগার সাহায্য আপনি নিতে পারেন।
মকর রাশি- মকর রাশির ব্যক্তিদের জীবনে কোনও কিছু নিয়ে যদি সমস্যা চলছিল, এতদিন তো এই মাসে সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিটতে শুরু করবে। আপনি অনেকটা স্বস্তি পাবেন। প্রেম-ভালবাসার ক্ষেত্রে সময়টা মোটামুটি থাকছে কারণ মাঝেমধ্যেই একটু ভুল বোঝাবুঝি বা ঝামেলা অশান্তি হলেও হতে পারে। মাথা গরম করে কোনও কথা বলবেন না কাউকে। আর্থিক দিক থেকে কোনও সমস্যা থাকছে না। তবে কাজের চাপ অত্যাধিক থাকবে, নিজের শরীরের বিশেষ যত্ন নেওয়াটা দরকার। আগুন, ইলেক্ট্রিক থেকে সাবধান।
কুম্ভ রাশি- জুলাই মাসে কাজের অনেক চাপ থাকবে, তার মধ্যে থেকেই নিজের জন্য সময় বার করতে হবে। পুরনো কোনও ইচ্ছে পূরণ হতে পারে। শরীর ভাল থাকবে। পুরনো যে কোনও সমস্যা থেকে মুক্তি। আটকে থাকা কোনও কাজ হয়ে যাবে। মহিলাদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে যাওয়াই ভাল। কলিগদের সঙ্গে কোনও রকমের মতবিরোধ হতে পারে। কোনও কাজের জন্য বেরোতে হলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে বেরোবেন। চলতি প্রেমে সমস্যা চললে সেই সমস্যা মিটে যাবে। নতুন প্রেম প্রস্তাব আসতে পারে, আপনি একটু অবিশ্বাস করবেন এমনটা দেখা যাচ্ছে। টাকাপয়সা নিয়ে কোনও সমস্যা না থাকলেও টাকা-পয়সা খরচ করতে গেলে ভেবে চিন্তা করা উচিত। কোনও কিছু ক্রয় এই মাসে করতে পারেন তবে ভেবেচিন্তে। শারীরিক দিক থেকে কোনও সমস্যা থাকছে না।
মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকারা জুলাই মাসে নিজের অনেক বড় কোনও ইচ্ছে পূরণ বা অনেক বড় কোনও কাজ আপনারা করতে পারেন। পার্টনারের থেকে অনেক সাহায্য পাবেন। চলতি প্রেমে বেশ ভাল সময় কাটাতে চলেছেন আপনারা। যাঁদের জীবনে নতুন প্রেম ভালবাসা আসছে যথেষ্ট ভাল সময় কাটাবেন। বৈবাহিক দাম্পত্য জীবনের কোনও রকমের সমস্যা থাকছে না। টাকা-পয়সা ভেবে চিন্তা খরচ করা উচিত, তবে টাকা-পয়সা থাকবে, কোনও সমস্যা থাকছে না। নতুন কাজের জন্য সময়টা ভাল। কাজের জায়গায় ভেবেচিন্তে কথাবার্তা বলবেন। বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা হবে। খাওয়া-দাওয়াটা ঠিকভাবে করতে হবে নচেৎ শরীরে অনেক সমস্যা দেখা দিতে পারে। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। তবে মাস যত এগোবে সমস্যা মিটবে পরিস্থিতি ঠিক হবে। কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হলে সেটা মিটিয়ে নিন।